1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমরা মিডিয়ার মাধ্যমে আনোয়ারুল আজিমের মৃত্যুর তথ্য জেনেছি: আবদুর রউফ

২২ মে ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের পশ্চিমবঙ্গে খুন হয়েছেন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের পুলিশ।

https://p.dw.com/p/4g9Em

আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারি (পিএস) আবদুর রউফ ডয়চে ভেলেকে বলেন, "আমরা আজ সকালে মিডিয়ার মাধ্যমে জেনে তার মেয়েকে সঙ্গে নিয়ে ডিবি অফিসে আসি। তখন ডিবি কর্মকর্তারা আমাদেরকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।” দুপুরে রউফ বলছিলেন, তারা ডিবি অফিসেই আছেন। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। আনোয়ারুল আজিমকে খুঁজতে কেউ ভারতে গিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "একজন ছোট ভাই, একজন ভাগ্নে ও একজন ভাতিজা সেখানে গেছেন। তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছেছে, কিন্তু পুলিশ তাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না।”