1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবাসিক এলাকায় সন্ত্রাসীর বসবাস, জনমনে আতঙ্ক

পায়েল সামন্ত কলকাতা
১৩ জুন ২০২১

কলকাতায় সম্প্রতি পুলিশি অভিযানের সময় ‘এনকাউন্টারে’ নিহত হয়েছে দুর্ধর্ষ দুই গ্যাংস্টার ৷  নিহত দুজনের অতীত কর্মকাণ্ডের বিষয়ে পাঞ্জাব পুলিশও কথা বলেছে৷ অভিজাত আবাসিক এলাকায় সন্ত্রাসীদের বসবাসের খবর আতঙ্ক ছড়িয়েছে জনমনে৷

https://p.dw.com/p/3up0t
কলকাতায় সম্প্রতি পুলিশি অভিযানের সময় ‘এনকাউন্টারে’ নিহত হয়েছে দুর্ধর্ষ দুই গ্যাংস্টার ৷  নিহত দুজনের অতীত কর্মকাণ্ডের বিষয়ে পাঞ্জাব পুলিশও কথা বলেছে৷ অভিজাত আবাসিক এলাকায় সন্ত্রাসীদের বসবাসের খবর আতঙ্ক ছড়িয়েছে জনমনে৷
ছবি: Payel Samanta/DW

ভারতের পূর্ব প্রান্তের প্রদেশ পশ্চিমবঙ্গ৷ বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্ত এলাকা৷ সেখান থেকে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় কলকাতায়৷ খাগড়াগড়ে বিস্ফোরণের পর তদন্তে উঠে আসে জেএমবি জঙ্গিরা নেটওয়ার্ক তৈরি করেছে বাংলায়৷ এবার পশ্চিম সীমান্তের দেশ পাকিস্তানের জঙ্গিরও এ রাজ্যে তৎপর হয়ে উঠছে কিনা এ প্রশ্ন উঠেছে৷

কলকাতার উপকণ্ঠে নতুন নগরী নিউটাউন৷ সেখানকার অভিজাত আবাসন সুখবৃষ্টি৷ বুধবার বিকেল সাড়ে তিনটা নাগাদ রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালায় আবাসনে৷ পুলিশের দাবি, দুই কুখ্যাত গ্যাংস্টার এই আবাসনের একটি ফ্ল্যাটে গা ঢাকা দিয়ে রয়েছে এমন খবর পেয়েছিলেন তারা৷ এসটিএফ দুষ্কৃতীদের পাকড়াও করতে গেলে গুলি চালাতে শুরু করে৷ পাল্টা গুলি চালায় এসটিএফ৷ কয়েক মিনিট চলে গুলির লড়াই৷ তাতে মারা যায় পাঞ্জাবের দুই গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার ও যশপ্রীত জসসি৷ এই ঘটনায় শুধু আবাসনের বাসিন্দারা নন৷

ক্ষোভ

নতুনভাবে গড়ে ওঠা রাজারহাট-নিউটাউন উপনগরী বলতেই বোঝায় অসংখ্য বহুতল আবাসন৷ এখনো বহু আবাসন নির্মীয়মান৷ বিভিন্ন জায়গা থেকে আসা মানুষজন নয়া আবাসনে বসবাস শুরু করেন৷ অধিকাংশই একে অপরের অপরিচিত৷ নিউটাউনের ‘এনকাউন্টার’ এবং তাতে দু'জনের মৃত্যু নানা প্রশ্নের জন্ম দিয়েছে৷ এ ঘটনায় আবাসনের বাসিন্দারা এখন আতঙ্কিত৷

সল্টলেকের এক আবাসনের বাসিন্দা পাপিয়া দাঁ বলেন, ‘‘সত্যি বলতে তো আমাদের কতটা নিরাপত্তা আছে, সেটা নিয়ে আশঙ্কায় রয়েছি৷ কাকে আর ভরসা করতে পারবো?’’

সন্ধি মুখোপাধ্যায়

ভাড়া ফ্ল্যাটে গ্যাংস্টার

নিউটাউনের অভিজাত আবাসনের অনেক ফ্ল্যাটেই মালিকরা থাকেন না৷ সেই ফ্ল্যাট ভাড়ায় দেওয়া অনেক দিনের রেওয়াজ৷ এজেন্ট বা দালালের মাধ্যমে ভাড়াটে ও বাড়ির মালিকের মধ্যস্থতা হয়৷ ভুল্লার ও যশপ্রীত এজেন্টের মাধ্যমেই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল৷ বৃহস্পতিবার ওই ফ্ল্যাটের মালিকদের পুলিশ জিজ্ঞাসাবাদ করেন৷ তারা জানিয়েছেন, প্রয়োজনীয় নথিপত্র বিনিময় থেকে চুক্তি ও আর্থিক লেনদেন পুরোটাই হয়েছে অনলাইনে৷ তাদের সঙ্গে ভুল্লার বা যশপ্রীতের সরাসরি সাক্ষাৎ হয়নি৷ মালিকদের দাবি, ভাড়াটেদের সম্পর্কে খোঁজখবর পুলিশও নিয়েছিল৷ তাই আবাসিকরা প্রশ্ন তুলছেন, এই নিরাপত্তাবলয় ভেদ করে কীভাবে দুই গ্যাংস্টার অভিজাত আবাসনে ঘাঁটি গাড়লো? অনেকেই মনে করছেন, গোয়েন্দা ব্যর্থতার জন্য এই পরিণতি৷ এ বিষয়ে প্রাক্তন পুলিশকর্তা সন্ধি মুখোপাধ্যায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘এত বড় একটা শহরে নিয়মিত বাইরের লোকজন আসে৷ কে মন্দ, কে ভালো, এরকম নজরদারি সম্ভব নয়৷ তাই গোয়েন্দা বিভাগগুলির মধ্যে সমন্বয় বাড়াতে হবে৷ তথ্যের আদানপ্রদানও বাড়াতে হবে৷ বিশেষ করে মেট্রোশহরগুলির মধ্যে৷ তবেই এই ধরনের অপরাধীদের দ্রুত পাকড়াও করা সম্ভব হবে৷”

কলকাতা পুলিশের তথ্যে পাকিস্তান যোগ

দুই গ্যাংস্টার গুলি যুদ্ধে মারা যাওয়ার পর ফ্ল্যাট থেকে নানা সামগ্রী উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ৷ এর মধ্যে কিছু সামগ্রী রয়েছে যা পাকিস্তানে তৈরি৷ উর্দু ভাষায় লেখা পাকিস্তানের ঠিকানা পাওয়া গিয়েছে জিনিসপত্রের গায়ে৷ তদন্তকারীদের অনুমান ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া পাঁচটি আগ্নেয়াস্ত্রের একটি পাকিস্তানে তৈরি৷ এরই সূত্রে দুষ্কৃতীদের সঙ্গে পাক-জঙ্গিদের যোগসাজশের আশঙ্কার কথা উঠে আসছে৷ কিন্তু গ্যাংস্টারদের সঙ্গে জঙ্গিদের কী সম্পর্ক? পাঞ্জাব পুলিশের প্রধান দিনকর গুপ্তা সংবাদ সম্মেলনে বলেছেন, অসংখ্য অপরাধমূলক মামলায় অভিযুক্ত ভুল্লার গত কয়েক বছরে মাদক পাচারে হাত পাকিয়েছে৷ পাকিস্তানের মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ রেখে সে কাজ চালাতো৷ এই নারকো-টেররিজম পাকজঙ্গিদের সঙ্গে ভুল্লারের যোগসূত্র হয়ে উঠেছিল বলে অনুমান তদন্তকারীদের৷ প্রাক্তন ন্যাশানাল সিকিউরিটি গার্ড (এনএসজি) কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য, ‘‘মাদক কারবারকে ব্যবহার করে টাকা পাচার জঙ্গি নেটওয়ার্কের কৌশল হয়ে উঠেছে৷ এই চক্রের সঙ্গে যুক্ত অপরাধীরা খুবই বেপরোয়া হয়৷”

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান