1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে মন্ত্রিসভায় রদবদল

১ আগস্ট ২০১২

ভারতে মনমোহন সিং'এর মন্ত্রিসভায় গতকাল ছোট মাপের রদবদল করে ফের অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হলো পি. চিদাম্বরমকে৷ এর আগে তিনি আরো দু'বার অর্থমন্ত্রী হয়েছিলেন৷

https://p.dw.com/p/15haf
ছবি: AP

আর্থিক সংকটের সন্ধিক্ষণে দাঁড়িয়ে অর্থমন্ত্রী হিসেবে পি. চিদাম্বরমের সামনে এবার একাধিক চ্যালেঞ্জ৷ যেমন আর্থিক মন্দা, উচ্চহারে মুদ্রাস্ফীতি, ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন, কর নীতি ঢেলে সাজানো, অশোধিত তেলের লাগাতার মূল্য বৃদ্ধি, ইউরোজোন সংকট ইত্যাদি৷

কর নীতি নিয়ে বিনিয়োগ মহল অখুশি৷ তাঁদের আস্থা ফেরাতে হবে৷ এ সবের চাপে ভারতের আর্থিক সংস্কার আজ দিশাহীন৷ প্রধানমন্ত্রীর পরামর্শমত চিদাম্বরমকে দিতে হবে ভারতীয় অর্থ ব্যবস্থার জরুরি দিশানির্দেশ৷ তবে অর্থমন্ত্রী হিসেবে চিদাম্বরমকে মেনে নিতে রাজি নয় বিরোধীপক্ষ৷ কারণ, ইতিমধ্যেই চিদাম্বরম টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারিতে অভিযুক্ত৷

কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী সুশীল শিন্ডে হয়েছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী৷ তাঁকেও মোকাবিলা করতে হবে একাধিক সমস্যার৷ মাওবাদি ইস্যু ছাড়াও আসামে জাতিদাঙ্গা, আন্না শিবিরের অনশন৷ আর এই অনশন অব্যাহত থাকলে তা নিয়ে দেখা দিতে পারে আইন শৃঙ্খলা সমস্যা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য