1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকারের দাবি

২৮ অক্টোবর ২০১২

বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আবারো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেছেন৷ তিনি বলেছেন, এই সরকারের অধীনে দেশ সংকটে আছে৷ দেশের মানুষ ভাল নেই৷

https://p.dw.com/p/16YE7
The ex prime minister and present opposition leader Begum Khaleda Zia, in Commilla on her way in a road march to Chittagong. BNP demands to retain the caretaker government system. Foto: DW- Korrespondent Harun Ur Rashid Swapan, 08.01.2012
ছবি: DW

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকারের অধীনে দেশের মানুষ ভাল আছে৷ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে৷ ভাল আছে আইন শৃংখলা পরিস্থিতি৷ তবে দেশে সংকটের আশঙ্কা করছেন সুশীল সামাজের প্রতিনিধিরা৷

সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া৷ তিনি বলেন দেশের মানুষ ভাল নেই৷ তাদের অবস্থা চরমে পৌঁছেছে৷ এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে৷ কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নেয়া হবেনা৷

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে সাংবাদিকদের জানান, দেশের মানুষ ভাল আছেন৷ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে৷ আইন শৃংখলা ভাল আছে৷ তাই এবার দেশের মানুষ অনেক স্বস্তিতে ঈদ করতে পারছেন৷

এদিকে সুশীল সামাজের প্রতিনিধি খুশী কবির আশঙ্কা করছেন আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে দেশের বড় দুই দল যেভাবে বিপরীত মেরুতে অবস্থান করছে তার সমাধান না হলে দেশে বড় কোন সংকট সৃষ্টি হতে পারে৷ তিনি বলেন কোন সরকার পদ্ধতির অধীনে নির্বাচন হবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হল স্বাধীন নির্বাচন কমিশন৷ স্বাধীন নির্বাচন কমিশনই হলে গণতান্ত্রিক স্থায়ী ব্যবস্থা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য