1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার সন্ত্রাসী হামলায় কেঁপে উঠলো মুম্বই

১৪ জুলাই ২০১১

গত সন্ধ্যায় মুম্বই মহানগরীর বিভিন্ন জায়গায় বিস্ফোরণে মৃতের সংখ্যা এখন পর্যন্ত দাঁড়িয়েছে ১৮, আহত ১৩৩৷ তদন্ত শুরু করেছে দেশের শীর্ষ তদন্তকারী এজেন্সিগুলি৷ আজ মুম্বই যান প্রধানমন্ত্রী এবং কংগ্রেস সভানেত্রি সোনিয়া গান্ধী৷

https://p.dw.com/p/11vOg
Visibly tired policemen take a break near Zaveri bazar, a site of Thursday's triple bombing in Mumbai, India, Thursday, July 14, 2011. Indian police are looking into "every possible hostile group" in their search for the culprits behind the bombing in the heart of Mumbai, the country's top security official said Thursday. (Foto:Aijaz Rahi/AP/dapd)
মুম্বইয়ে সন্ত্রাসী হানার পর পুলিশের সতর্ক পাহারাছবি: dapd

বুধবার পর পর তিনটি বিস্ফোরণে কেঁপে ওঠে বাণিজ্য নগরী মুম্বই'এর ব্যস্ততম এলাকা জুয়েলারি পট্টি জাভেরি বাজার, অপেরা হাউস, এবং দাদারের কবুতরখানা৷ পুলিশের মতে, দুটি বিস্ফোরণ ছিল খুবই শক্তিশালী৷ ব্যবহার করা হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট৷ সন্দেহের তালিকায় দুটি জঙ্গি গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিন ও লস্কর-ই-তৈয়বা৷ তবে সরকারিভাবে কোন জঙ্গি গোষ্ঠীর দিকে আঙুল তোলা হয়নি৷ তদন্ত কাজে নেমে পড়েছে দেশের শীর্ষ তদন্তকারী এজেন্সিগুলি৷ অ্যানিটি-টেররিস্ট স্কোয়াড, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ, জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসজি৷ এই হামলার প্রেক্ষিতে দেশের বড় বড় শহরগুলিতে সতর্কতা জারি করা হয়৷ বিশ্ব জুড়ে এই হামলার তীব্র নিন্দা করা হয়েছে৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম গতকাল থেকেই রয়েছেন মুম্বই-এ৷ তিনি বলেছেন, এটা একটা সমন্বিত সন্ত্রাসী হামলা৷ ১১ মিনিটের মধ্যে তিনটি হামলা৷ বৃহস্পতিবার গেছেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং ইউপিএ চেয়ার পার্সন সোনিয়া গান্ধী৷ তাঁরা হাসপাতালে আহতদের দেখে পরিস্থিতি পর্যালোচনা করবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চহ্বনের সঙ্গে৷

Police inspect the site of an explosion at Dadar in Mumbai, India, Wednesday, July 13, 2011. Three explosions rocked India's busy financial capital at rush-hour Wednesday, killing at least eight people and injuring 70 in what officials described as another terror strike on the city hit by militants nearly three years ago. (Foto:Rajanish Kakade/AP/dapd)
ছবি: dapd

গতকালের ধারাবাহিক বিস্ফোরণে তীব্র প্রতিক্রিয়া নাগরিক সমাজে এবং রাজনৈতিক মহলে৷ বিজেপির বর্ষীয়ান নেতা এল.কে আডবানি সংবাদ সম্মেলনে বলেন, এটা গোয়েন্দা সংস্থার ব্যর্থতা নয় এটা সরকারের সন্ত্রাস বিরোধী নীতির ব্যর্থতা৷ এক্ষেত্রে ভারতের নীতি হওয়া দরকার জিরো-টলারেন্স৷ পাকিস্তানকে সাফ বলে দেয়া উচিত, সেদেশের মাটিতে ভারত-বিরোধী সন্ত্রাসী পরিকাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোন আলোচনা নয়, বলেন বিজেপি নেতা আডবানি৷

উল্লেখ্য, এ মাসেই বসছে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে ভারত-পাকিস্তান বৈঠক৷ স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরমের মতে, ভারত-পাকিস্তান আলোচনা ব্যর্থ করতে সন্ত্রাসীরা এই ধরণের হামলা চালিয়ে থাকে৷ ১৯শে জুলাই আসছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন৷ পাকিস্তানের সন্ত্রাসী পরিকাঠামো এবং তদন্ত কাজে মার্কিন সহায়তা নিয়ে এস.এম কৃষ্ণার সঙ্গে কথা হবে তাঁর৷

ভারতে সন্ত্রাসী হামলা সম্পর্কে কংগ্রেস জেনারেল সেক্রেটারি রাহুল গান্ধীর মন্তব্যে দেখা দিয়েছে বিতর্ক৷ তিনি বলেছেন, সরকারের কড়া নজরদারির ফলে ৯৯% সন্ত্রাসী হামলা প্রতিরোধ করা সম্ভব হয়েছে, কিন্তু ১০০% সম্ভব নাও হতে পারে৷ গতকালের হামলার কথা সবাই জানি৷কিন্তু জানিনা কত হামলার চক্রান্ত ব্যর্থ করা হয়েছে৷ বিজেপি নেতা অরুণ জেটলির মন্তব্য, গত ৩১ মাসে একটি হামলা হয়েছে এটা কোন কাজের কথা নয়৷ যুক্তরাষ্ট্রে ৯/১১-এর পর একটিও সন্ত্রাসী হামলা হয়নি৷কারণ নিরাপত্তা ব্যবস্থা সেখানে নিশ্ছিদ্র৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য