1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার রক্তাক্ত ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর

২ আগস্ট ২০১০

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতির প্রশাসনিক তথা রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সোমবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুনদিল্লিতে বসে উচ্চ পর্যায়ের এক বৈঠক৷ তাতে যোগ দেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও৷

https://p.dw.com/p/Oa70
সহিংসতার ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ছবি: UNI

এদিকে, সহিংসতার ঘটনায় নিহতের সংখ্যা ইতিমধ্যেই দাঁড়িয়েছে ১৯'এ৷ তার ওপর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও বেশ গুরুতর৷ তাই সোমবার, নতুনদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক বসে৷ বৈঠকে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যে আরো নিরাপত্তা বাহিনী পাঠাবার দাবি জানান৷ রাজ্যের ভেতরে সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শুরু করার উদ্যোগের কথাও বলেন তিনি৷ পাশাপাশি, যেসব জঙ্গিদের জেলের মেয়াদ শেষ হয়েছে, তাঁদের জন্য বিশেষ পুনর্বাসন প্যাকেজ নীতির কথা বলেন৷ কারণ ওমর আবদুল্লার মতে, জেল থেকে মুক্তি পাওয়া বেকার জঙ্গিরা সরকার বিরোধী এই সহিংস বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে৷ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এরা উপত্যকায় হিংসা ছড়াতে মরিয়া বলে তিনি মনে করেন৷

Syed Salahuddin Kaschmir Flash-Galerie
ওমর আবদুল্লার মতে, জেল থেকে মুক্তি পাওয়া বেকার জঙ্গিরা সরকার বিরোধী এই সহিংস বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেছবি: picture-alliance/ dpa

সোমবার উপত্যকার বিজবেহারা ও আরওয়ানি শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন৷ বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি শুরু করলে গুলি ও কাঁদানে গ্যাস ছুঁড়তে হয় পুলিশকে৷ বিক্ষোভকারীরা সরকারি ভবনে ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়৷ রাস্তায় রাস্তায় অবরোধ খাড়া করে৷ গোটা উপত্যকায় জারি রয়েছে কারফিউ৷ অনেক জায়গায় কারফিউ অমান্য করা হলে নিরাপত্তা বাহিনীকে গুলি ছুঁড়তে হয়৷

এদিকে সংসদে কাশ্মীর পরিস্থিতি নিয়ে সরকারের কাছে বিবৃতি দাবি করে বিরোধী দলগুলি৷ বিজেপির শীর্ষ নেতা লাল কৃষ্ণ আডবানি, এই হিংসা ও অরাজকতার কারণ এবং তা প্রতিকারে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তা সরকারের কাছে জানতে চান৷ উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম বলেন, জম্মু-কাশ্মীর খুবই স্পর্শকাতর রাজ্য৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে পৃথক আলোচনা করে তিনি সংসদে বিবৃতি দেবেন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক