1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

আবার মার্কিন অস্ত্র পাচ্ছে ইউক্রেন

২২ এপ্রিল ২০২৪

মার্কিন কংগ্রেসের অনুমোদনের পর চলতি সপ্তাহেই ইউক্রেন আবার মার্কিন অস্ত্র হাতে পেতে পারে৷ প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধে জয়ের সম্ভাবনা তুলে ধরেছেন৷ ন্যাটোর মহাসচিব সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা বাতিল করেছেন৷

https://p.dw.com/p/4f2Gh
কিয়েভে বিভিন্ন ধরনের নতুন অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ সপ্তাহেই অস্ত্র পেতে পারে ইউক্রেনছবি: Ukrainian Presidential Press Service/Handout via REUTERS

বেশ কয়েক মাস ধরে টালবাহানার পর শনিবার মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষে ইউক্রেনের জন্য প্রায় ৬০০ কোটি ডলার অংকের সামরিক সাহায্যের প্রস্তাব অনুমোদিত হয়েছে৷ পরিবর্তিত সেই প্রস্তাবের প্রতি উচ্চ কক্ষ সেনেটের দ্রুত সমর্থনের পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষর সেই উদ্যোগ বাস্তবায়িত করবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ এমনকি চলতি সপ্তাহের শেষেই আবার ইউক্রেনে মার্কিন অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পাঠানো শুরু হবে বলে শোনা যাচ্ছে৷ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রোববার মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ তিনি দ্রুত সেই প্রস্তাবকে আইনে পরিণত করে অস্ত্র হস্তান্তর শুরু করার অনুরোধ জানিয়েছেন৷ তাঁর মতে, ইউক্রেন দূর পাল্লার অস্ত্র ও ডিফেন্স সিস্টেমকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে৷ অ্যামেরিকার এনবিসি নেটওয়ার্ককে জেলেনস্কি বলেন, এই প্রস্তাবের অনুমোদন রাশিয়ার কাছে স্পষ্ট বার্তা পাঠিয়ে দিচ্ছে, যে ওয়াশিংটন তাঁর দেশের পাশেই দাঁড়িয়ে আছে৷ তাঁর মতে, ইউক্রেন দ্বিতীয় আফগানিস্তান হবে না৷ তিনি যুদ্ধে জয়ের সম্ভাবনারও উল্লেখ করেন৷

ইউক্রেনকে শক্তিশালী অস্ত্র সরবরাহের প্রশ্নে বাইডেন প্রশাসন জেলেনস্কির কাছ থেকে কিছু অঙ্গীকার চাইছে৷ যেমন গত বছরের অক্টোবর মাসে এটিএসিএমএস নামের দূরপাল্লার গাইডেড মিসাইলের একটি সংস্করণ হস্তান্তরের সময়ে রাশিয়ার ভূখণ্ডে সেটি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছিল৷ ইউক্রেনও সেই অঙ্গীকার করে আসছে৷ রুশ অধিকৃত ভূখণ্ডে এমন অস্ত্রের প্রয়োগ যথেষ্ট সাফল্য বয়ে এনেছে৷ আসন্ন হস্তান্তরের ক্ষেত্রেও সেই রীতি বজায় থাকবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ সেনেটের ইনটেলিজেন্স কমিটির সভাপতি মার্ক ওয়ার্নার বলেছেন, ইউক্রেন এবার দূর পাল্লার এটিএসিএমএস মিসাইল পেতে পারে৷

ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গও ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তার পথে বাধা দূর হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন৷ অ্যামেরিকার এমএসএনবিসি নেটওয়ার্ককে তিনি বলেন, প্রায় চার মাস ধরে ইউক্রেনীয়রা অস্ত্রের অভাব বোধ করেছে৷ রাশিয়ার হাতে অনেক বেশি গোলাবারুদ থাকায় ইউক্রেনকে নিজস্ব গোলাবারুদ রেশন করতে হয়েছে৷ তবে তাঁর মতে, এখনো বেশি দেরি হয় নি৷ স্টলটেনবার্গ কিয়েভে বিভিন্ন ন্যাটো দেশের দূতাবাসে সামরিক উপদেষ্টার উপস্থিতির কথা স্বীকার করলেও স্পষ্ট করে দেন যে ন্যাটো মোটেই সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ছে না৷

সোমবার লাক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনের এয়ার ডিফেন্স আরো মজবুত করতে সহায়তার বিষয়ে আলোচনা করছেন৷ জার্মানি আরো একটি পেট্রিয়ট প্রণালী সরবরাহের সিদ্ধান্তের পর অন্যান্য দেশের উপরেও চাপ বাড়ছে৷ ন্যাটোর মহাসচিবও ইউরোপের সদস্য দেশগুলিকে এ ক্ষেত্রে আরো সক্রিয় ভূমিকা পালন করার আর্জি জানিয়েছেন৷

এসবি/কেএম (রয়টার্স, ডিপিএ)