1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পাইডারম্যান

৪ জুলাই ২০১২

স্পাইডারম্যান’কে ঘিরে বিস্ময় নতুন বিষয় নয়৷ তা সত্ত্বেও এই সিরিজের চতুর্থ ছবির নাম রাখা হয়েছে ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’৷ মুক্তির পরেই বিপুল সাড়া তুলেছে ছবিটি৷

https://p.dw.com/p/15QzF
ছবি: 2012 Sony Pictures Releasing GmbH

স্পাইডারম্যান'এর নতুন ছবিটি অবশ্য সব সমালোচকের পছন্দ হয় নি৷ কিন্তু দর্শকদের ঢল দেখে মনে হচ্ছে, হিট ছবি হিসেবেই সাফল্য পাবে স্পাইডারম্যান৷ তার উপর বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছুটির কারণে আরও বেশি দর্শক ছবিটি দেখবেন বলে ধরে নেওয়া হচ্ছে৷ চলতি বছর ‘অ্যাভেঞ্জার্স' ছবির পর অন্য কোনো ছবি মুক্তির দিনই এত বড় সাফল্য পায় নি৷

স্পাইডারম্যান সিরিজের তৃতীয় ছবিটি মুক্তি পেয়েছিল প্রায় ৫ বছর আগে৷ তখন থেকে চলছে অপেক্ষার পালা৷ নতুন ছবিতে স্পাইডারম্যান চরিত্রে পরিচিত টোবি ম্যাকগায়ার'এর বদলে এবার অভিনয় করছেন অ্যান্ড্রু গারফিল্ড৷ এই ছবির পরিচালক মার্ক ওয়েব৷ নায়িকা এমা স্টোন৷ খলনায়ক ‘দ্য লিজার্ড' বা ড. কার্ট কনর্স'এর চরিত্রে দেখা যাবে রাইস আইফ্যান্স'কে৷ স্পাইডারম্যান'এর ভক্তরা জানেন, মুখোশের পেছনে যে চরিত্র সবার পরিচিত, তার নাম পিটার পার্কার৷ তারা বাবা-মা রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিলেন৷

The Amazing Spiderman Film Still
ছবি: Sony Pictures

এক সমালোচক নতুন ছবিটির মধ্যে তেমন নতুনত্ব খুঁজে না পেলেও বলেছেন, দর্শকরা আমোদ পাবেন৷ বিশেষ করে থ্রিডি বা ত্রিমাত্রিক সংস্করণে যে সব চমক রয়েছে, সেই স্পেশাল এফেক্ট সত্যি বিস্ময়কর৷ স্পাইডারম্যান যখন তার জাল ছড়িয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি লাফ মেরে চলে যায়, এতকাল তা কম্পিউটারের কারসাজি বলে মনে হতো৷ নতুন ছবিতে নাকি বিষয়টি বেশ বাস্তবমুখী করে তোলা হয়েছে৷

রয়টার্স'কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্ড্রু গারফিল্ড বলেন, এর আগে তিনি এত বড় মাপের কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পান নি৷ তার উপর সেই ৩ বছর বয়স থেকে অ্যান্ড্রু স্পাইডারম্যান'এর ভক্ত৷ ফলে এ যেন এক স্বপ্ন পূরণ হওয়ার মতো ঘটনা৷ অভিনেতা হিসেবে এই চরিত্র করে কী লাভ হলো, সেসব হিসেব-নিকেশ করতে চান না তিনি৷ স্পাইডারম্যান'এর মুখোশের মধ্যে কে আছে, তাঁর মতে তাতে কিছুই এসে যায় না৷ সবাই স্পাইডারম্যান'কেই দেখতে আসে৷

এসবি / ডিজি (ডিপিএ, রয়টার্স)