1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে সেনা ফাঁড়িতে হামলা, নিহত ১৮ সেনা

২৪ ফেব্রুয়ারি ২০১৮

তালেবান জঙ্গিরা পশ্চিম ফারাহ রাজ্যে এ হামলা চালিয়ে ১৮ সেনাসদস্যকে হত্যা করে৷ এছাড়া  তথকথিত জঙ্গি সংগঠন আইএসের এক আত্মঘাতী বোমা হামলায় কাবুলে আরো দু’জন মারা গেছেন৷ 

https://p.dw.com/p/2tGY4
Afghanistan Kabul Angriffe auf Sicherheitskräfte
ছবি: Reuters/M. Ismail

শুক্রাবার রাতে আফগান সেনা ফাঁড়িতে তালেবান জঙ্গিরা হামলা চালায়৷ শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, হামলায় ১৮ জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো কয়েকজন৷ 
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি বলেন, ‘‘তালেবান জঙ্গিদের একটি বড় দল এসে সেনা ফাঁড়িতে হামলা চালায়৷ এতে ১৮ সেনা নিহত ও দুই জন আহত হয়েছেন৷’’ 
এদিকে, শনিবার কাবুলের কূটনৈতিক এলাকায় এক ‘আইএস’ জঙ্গির আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে দু’জন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন৷ 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি জানান, বোমা হামলার ঘটনাটি ঘটেছে কাবুলের শাশ দারাক এলাকায় ন্যাটো কার্যালয়ের কাছে৷
এদিকে, কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানাচ্ছে যে, দেশটির দক্ষিণাঞ্চলে আরেকটি বোমা হামলায় তিনজন নিরাপত্তা রক্ষা বাহিনীর সদস্য নিহত হয়েছেন৷  
শনিবার সকালে এক গাড়ি বোমা হামলাকারীকে গুলি করেছে আফগান সেনারা৷ 
এর আগে, গত ২৭ জানুয়ারি এক তালেবান সদস্যের আত্মঘাতী বোমা হামলায় একশ’রও বেশি মানুষ মারা যায়৷ আহত হয় কমপক্ষে ২৩৫ জন৷ জাতিসংঘ বলছে, ২০১৭ সালে জঙ্গিদের হামলায় কমপক্ষে ১০ হাজার মানুষ নিহত হয়েছে আফগানিস্তানে৷ 
জেডএ/এসিবি (এপি, রয়টার্স)