1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজআফগানিস্তান

আফগানিস্তানে মসজিদে হামলা

২২ এপ্রিল ২০২২

মাজার-ই-শরিফের একটি মসজিদে হামলা হয়েছে। নামাজ চলার সময় হামলা হয় বলে অভিযোগ. নিহত অন্তত ২৫।

https://p.dw.com/p/4AGhD
আফগানিস্তান
ছবি: Sayed Khodaiberdi Sadat/AA/picture alliance

কাবুলের পর এবার বিস্ফোরণ মাজার-ই-শরিফে। আফগানের তালেবান সরকারের তরফে জানানো হয়েছে, মাজার-ই-শরিফের একটি শিয়া মসজিদে হামলা চালানো হয়। যে সময় হামলাটি হয়েছে, তখন মসজিদের ভিতরে নামাজ পড়ছিলেন বহু মানুষ। সে সময় একের পর এক বোমা মারা হয় মসজিদটিতে। রমজান মাসে রোজা রেখে মসজিদে নামাজ পড়তে গেছিলেন সাধারণ মানুষ। তখনই হামলা করা হয়।

ঘটনার পর মসজিদ থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। অন্তত ৪০ জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সংবাদসংস্থা জানায়, হাসপাতালে আরো অনেকের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে অন্তত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দিন আগে কাবুলের শিয়া এলাকায় একাধিক স্কুলে আক্রমণ হয়েছিল। ওই ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। প্রায় সকলেই শিশু।

তালেবান-শাসিত আফগানিস্তানে এই ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের জঙ্গিরা। ভবিষ্যতে এমন আরো ঘটনার হুমকি দিয়েছে তারা।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)