1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে জার্মানির ভূমিকা কী?

২০ মার্চ ২০১৯

যখন যুক্তরাষ্ট্র ও তালিবানের প্রতিনিধিরা সৈন্য প্রত্যাহারের আলোচনা করছে তখন জার্মানি ভাবছে ভিন্নভাবে৷ তারা বরং যুদ্ধবিধ্বস্ত দেশটি নিয়ে আরো কাজ করতে চাইছে৷

https://p.dw.com/p/3FO6Y
Afghanistan Bundeswehrsoldaten in Masar-I-Scharif
ছবি: picture-alliance/dpa/M. Kappeler

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সশস্ত্রবাহিনী যখন আফগানিস্তানে প্রবেশ করে এবং তালিবানদের ক্ষমতাচ্যুত করে, তখন থেকেই দেশটির অভ্যন্তরীণ ইস্যু নিয়ে কাজ করছে জার্মানি৷ এখন পর্যন্ত বন শহরে আফগানিস্তান নিয়ে দু'টি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ দু'টোতেই তালিবান প্রতিনিধিদের হাজির করতে ব্যর্থ হয়েছে জার্মানি৷

এখন যখন দেশটিতে শান্তি আলোচনা এগোচ্ছে তখন আরেকটি সম্মেলন করার উদ্যোগ নিচ্ছে জার্মানি, যেখানে আশা করা হচ্ছে যে, এবার অন্তত তালিবান প্রতিনিধি থাকবেন৷

এখন পর্যন্ত মার্কিনিদের সঙ্গে কয়েক দফা আলোচনায় অংশ নিয়েছে তালিবানরা৷ কিন্তু ফলপ্রসূ হয়নি৷ সবশেষ গত ১১ মার্চে ১৬ দিনের আলোচনা শেষে তালিবান ও মার্কিন প্রতিনিধিরা ঘোষণা দেন যে, সেনা প্রত্যাহার ও সহিংসতা বন্ধের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে৷

সম্প্রতি ন্যাটোর আফগানিস্তানের সেনাবাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ ও অন্যান্য সহযোগিতা দেবার বিষয়ে জার্মানি বড় ভূমিকা পালন করেছে৷ মাজার-ই-শরীফে আন্তর্জাতিক সেনাদলগুলোর মধ্যে জার্মানিরটি আকারের দিক থেকে দ্বিতীয়৷ প্রায় ১২০০ সৈন্য আছে এ দলটিতে৷

জার্মান কর্মকর্তারা অবশ্য মনে করেন, এত দ্রুত আফগান সমস্যা সমাধান হবার নয়৷

‘‘এখনও শুধু প্রাথমিক আলোচনাই চলছে৷ আসল শান্তি আলোচনা তালিবান ও আফগান সরকারের প্রতিনিধিদের মধ্যে হবে,'' আফগানিস্তানে জার্মানির সাবেক রাষ্ট্রদূত মার্কুজ পোটসেল বলেন৷

মার্কিনিরা সেনা প্রত্যাহার করতে চাইছে অথবা সেনা সংখ্যা একেবারে কমিয়ে আনতে চাইছে৷ আফগান সরকার ও অনেক পশ্চিমা দেশ মনে করে যে, এতে তালিবানদের সঙ্গে তড়িঘড়ি করে একটি শান্তি চুক্তির পথ তৈরি হচ্ছে৷

ওয়াশিংটনভিত্তিক উড্রো উইলসন সেন্টার ফর স্কলারসের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলমান বলেন, ‘‘যদি যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করে নেয় এবং তাদের দেখাদেখি অন্যরাও করে, তাহলে জার্মানিকেও করতে হবে৷''

মাসুদ সাইফুল্লাহ/জেডএ

২০১৭ সালের ছবিঘরটি দেখুন: 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য