1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আপিল করেছেন নওয়াজ শরিফ

১৬ জুলাই ২০১৮

শুক্রবার লন্ডন থেকে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী  নওয়াজ শরীফকে গ্রেপ্তার করে পুলিশ৷ দুর্নীতির দায়ে আদালতের দেয়া কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন নওয়াজ৷

https://p.dw.com/p/31Xn9
London Pakistan Nawaz Sharif Tochter Maryam Nawaz
ছবি: Getty Images/AFP/T. Akmen

নওয়াজের আইনজীবীরা সোমবার ইসলামাবাদ হাইকোর্টে কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেন৷ তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর অন্যতম আইনজীবী খাজা হারিস আহমেদ বলেন, ‘‘কোনো প্রমাণ ছাড়াই দোষী সাব্যস্ত করে এ রায় দেয়া হয়েছে৷''

গত ৬ জুলাই পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর নেতা নওয়াজ  তাঁর মেয়ে মরিয়মের বিরুদ্ধে রায় ঘোষণা করে পাকিস্তানের দুর্নীতিবিরোধী মামলার আদালত৷ দুর্নীতির দায়ে নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড এবং ৮৯ লাখ পাউন্ড জরিমানা করে আদালত৷ অন্যদিকে মরিয়মের বিরুদ্ধে দেয়া হয় ৮ বছরের কারাদণ্ড এবং ২০ লক্ষ পাউন্ড জরিমানার আদেশ৷

গত শুক্রবার মেয়ে মরিয়মসহ পাকিস্তানে ফেরেন নওয়াজ শরিফ৷ কিন্তু বিমান লাহোর বিমানবন্দরে অবতরণের পরই ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরো তাঁদের পাসপোর্ট জব্দ করে৷ এরপর ছোট প্রাইভেট বিমানে দু'জনকেই নিয়ে যাওয়া হয় ইসলামাবাদে৷ নওয়াজের বিরুদ্ধে অভিযোগ, নব্বইয়ের দশকে পাকিস্তান থেকে টাকা নিয়ে তিনি লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট বানিয়েছেন৷ রায় ঘোষণার সময় নওয়াজ লন্ডনে ছিলেন৷ তাঁর অনুপস্থিতিতে তাঁকে পলাতক দেখিয়েই রায় ঘোষণা করে আদালত৷

আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন৷ দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত নওয়াজ শরিফ এ নির্বাচনে অংশ নিতে পারবেন না৷ তবে তাঁর দল মুসলিম লিগ অংশ নেবে৷ দলটির এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভেরও সম্ভাবনা আছে বলে মনে করছেন বিশ্লেষকরা৷ মুসলিম লিগ (এন) সমর্থকরা মনে করেন, এ নির্বাচন থেকে দূরে রাখতেই নওয়াজকে দোষী সাব্যস্ত করা হয়েছে৷

এসিবি/ডিজি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য