1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে দুটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ

২০ জুলাই ২০০৯

জার্মানির ব্রেমেন শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সামিন রিয়াসাত ও নাজিয়া চৌধুরী ব্রোঞ্জ পদক জিতেছেন৷ সম্মানসূচক স্বীকৃতি পেয়েছেন তারিক আদনান, হক মুহাম্মদ ইশফাক ও প্রাণন রহমান খান৷

https://p.dw.com/p/ItQS

ব্রোঞ্জ জয় প্রসঙ্গে বাংলাদেশ থেকে আসা প্রতিযোগী নাজিয়া চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, পদক জয়ের পর স্বাভাবিকভাবেই খুব ভালো লাগছে৷ আমি এরকম একটি পদক জয়ের আশা করেছিলাম৷ পাওয়ার পর তাই ভালো লাগছে৷

১৯৫৯ সালে রোমানিয়া থেকে যাত্রা শুরুর পর, এবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সুবর্ণ জয়ন্তীর আসর বসে ব্রেমেন শহরে৷ বিশ্বের ১০৪টি দেশ অংশ নেয় এই আসরে৷ দুটি ব্রোঞ্জ জয়ের সুবাদে এতগুলো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৫৮৷ গণিত অলিম্পিয়াডে অপেক্ষাকৃত নতুন এই দেশটির সাফল্য প্রসঙ্গে দলটির উপনেতা মুনির হাসান জানান, আমাদের শিক্ষার্থীরা অনেক খাটাখাটি করেছে৷ আমাদের কোচ মাহাবুব মজুমদার দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন এবং তাঁর এই বিষয়ে পড়াশুনা রয়েছে৷ ফলে তিনি সঠিকভাবে প্রতিযোগীদের প্রশিক্ষণ দিতে পেরেছেন৷

বাংলাদেশ দল ২০১০ সালের গণিত অলিম্পিয়াডে সম্মানজনক সাফল্য অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছিল৷ কিন্তু এবারকার দল সাফল্য এনে দিল ১ বছর আগেই৷ তাই স্বভাবতই প্রশ্ন ভবিষ্যতে তাহলে কোন লক্ষ্যে এগোবে বাংলাদেশ, ব্রেমেন থেকে জানাচ্ছেন অপর প্রতিযোগী সামিন রিয়াসাত, আমি মনে করি বাংলাদেশ প্রথম দশটি দলের মধ্যে থাকার লক্ষ্য নিয়ে এগোবে৷ ৷ কারণ বাংলাদেশের সেই যোগ্যতা আছে৷

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের এবারকার আসরেও বরাবরের মতোই শীর্ষে অবস্থান করছে চীন৷ অবশ্য দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থান ভারতের৷ দেশটির গণিত দল তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জ জয় করেছে৷ দুটি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় নাম লিখিয়েছে শ্রীলংকা৷ পাকিস্তানও পেয়েছে একটি ব্রোঞ্জ৷ এই প্রসঙ্গে মুনির হাসান, একসময় গণিত অলিম্পিয়াডে দক্ষিণ এশিয়ার অবস্থান খুবই ভালো ছিল৷ বিশেষ করে ভারতের অবস্থান ভালো ছিল৷ এখনো ভারতের অবস্থান মাঝারি মানের৷ অন্যদিকে শ্রীলংকা আমাদের মতোই৷ যদিও অনেক দিন থেকে তারা চেষ্টা করছে৷ পাকিস্তান আমাদের সঙ্গে শুরু করেছে এবং একটা ব্রোঞ্জ পদক পেয়েছে৷

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বিজয়ীদের পুরস্কার বিতরণী আর সন্ধ্যায় বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ব্রেমেনে শেষ হচ্ছে গণিত অলিম্পিয়াডের অন্যতম বড় এই আসর৷ আগামী বছর এই আসর বসবে কাজাকিস্তানের আস্তানা শহরে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আবদুস সাত্তার