1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদালতে আবেদন, জোকোভিচ আপাতত অস্ট্রেলিয়ায়

৭ জানুয়ারি ২০২২

কোভিড প্রটোকল না মানায় তার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। সিদ্ধান্তের প্রতিবাদে আদালতে জোকোভিচ।

https://p.dw.com/p/45Ezr
সোমবার পর্যন্ত অস্ট্রেলিয়া তাকতে পারবেন জোকোভিচ। ছবি: Atilano Garcia/SOPA Images/ZUMA Press Wire/picture alliance

অস্ট্রেলিয়া ওপেন টেনিস প্রতিযোগিতায় অংশ নিতে অস্ট্রেলিয়া পৌঁছেছিলেন জোকোভিচ। কিন্তু মেলবোর্ন বিমানবন্দরের ইমিগ্রেশনে নয় ঘণ্টা থাকার পর জোকোভিচ জানতে পারেন, তার ভিসা বাতিল করা হয়েছে। কারণ, তিনি কোভিড প্রটোকল মানেননি। তিনি করোনার টিকা নেননি। টিকা না নিলেও অস্ট্রেলিয়ায় ঢোকা যায়, সেক্ষেত্রে মেডিক্যাল সার্টিফিকেট দেখাতে হবে যে, শারীরিক কারণে তাকে টিকা দেয়া যাবে না।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, জোকোভিচ এরকম কোনো প্রমাণ দিতে পারেননি। নিয়ম সকলের ক্ষেত্রে এক। তাই তাকে ঢুকতে দেয়া হয়নি।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন জানিয়েছেন জোকোভিচ। বৃহস্পতিবার তিনি হোটেলের একটি ঘরে ছিলেন। তিনি আদালতের রায়ের অপেক্ষা করছেন। ফেডারেল কোর্ট আগামী সোমবার তাদের সিদ্ধান্তের কথা জানাবে।

জোকোভিচ নয়বারের অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়ন। তার আইনজীবীরা সরকরের সঙ্গে কথা বলেছেন এবং ঠিক হয়েছে, সোমবার পর্যন্ত জোকোভিচ অস্ট্রেলিয়া থাকতে পারবেন। তবে অস্ট্রেলিয়া ওপেন শুরু হচ্ছে  ১৭ জানুয়ারি। সেখানে তিনি খেলতে পারবেন কি না, তা এখনো বোঝা যাচ্ছে না।

টেনিস প্লেয়ারদের প্রতিক্রিয়া

জোকোভিচ অস্ট্রেলিয়ায় ঢুকতে না পারায় দুঃখিত রাফায়েল নাডাল। টেনিস কোর্টে জোকোভিচের প্রতিদ্বন্দ্বী নাদাল বলেছেন, ''দেখে মনে হচ্ছে, বেশ কঠিন পরিস্থিতিতে পড়েছেন জোকোভিচ।'' তবে নাদাল এটাও বলেছেন, ''জোকোভিচ জানেন, টিকা না নিলে তাকে এই সমস্যায় পড়তে হবে। চিকিৎসকরা যদি বলেন, ভ্যাকসিন নেয়া উচিত, তাহলে টিকা নেয়া উচিত।''

বিশ্বের সাত নম্বর টেনিস প্লেয়ার বেরেত্তিনি বলেছেন, জোকোভিচের প্রতি তার সহানুভূতি আছে। তিনি বুঝতে পারছেন না, কেন অস্ট্রেলিয়া সরকার এরকম করছে।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)