1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদানির কয়লাখনি নিয়ে বিক্ষোভ ক্রিকেট মাঠেও

২৭ নভেম্বর ২০২০

অস্ট্রেলিয়ায় ক্রিকেট মাঠে প্রতিবাদ। সেটাও আদানির বিতর্কিত কয়লা প্রকল্প নিয়ে। 

https://p.dw.com/p/3ltpm
ছবি: Loren Elliott/REUTERS

সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ তখন সবে শুরু হয়েছে। ষষ্ঠ ওভার করতে আসছেন নভদীপ সাইনি। তখনই ঘটনাটি ঘটল। দুই দর্শক পোস্টার হাতে একেবারে পিচের পাশে চলে গেলেন। সেই পোস্টারে লেখা, 'স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আদানির কয়লা প্রকল্পে একশ কোটি ডলার ঋণ নয়।'

আদানির এই কয়লা প্রকল্পটি হবে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। বেশ কিছুদিন ধরে পরিবেশের কারণে স্থানীয় মানুষ এই প্রকল্পের বিরোধিতা করছেন। এ বার সেই বিরোধ প্রদর্শন চলে এলো ক্রিকেট মাঠেও। যেহেতু আদানি হলো ভারতের কোম্পানি, তাই ভারত ও অস্ট্রেলিয়ার ওয়ান ডে ম্যাচকেই বেছে নিয়েছিলেন দুই প্রতিবাদকারী। নিরাপত্তা বাহিনী তাঁদের এসকর্ট করে নিয়ে মাঠের বাইরে চলে যায়।

করোনার প্রকোপ শুরু হওয়ার পর দর্শকহীন স্টেডিয়ামেই এতদিন খেলা হচ্ছিল। কিন্তু এ বার ৩০ শতাংশ দর্শককে মাঠে ঢোকার অনুমতি দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। সেই সুযোগ কাজে লাগিয়েই বিক্ষোভ দেখাতে পেরেছেন দুই প্রতিবাদকারী। তাঁদের টি শার্টে লেখা ছিল 'স্টপ আদানি'।

Cricket Australien vs. Indien | Protest
সিডনির মাঠে ওয়ান ডে ম্যাচ চলার সময় প্রতিবাদ।ছবি: Rick Rycroft/AP Photo/picture alliance

এ বছরই সেপ্টেম্বরে আদানিরা অস্ট্রেলিয়ার কয়লা খনির রেজিস্ট্রেশন করেছে। তবে তারা ওই খনি পেয়েছে বছর দুয়েক আগে। তখন থেকেই পরিবেশবিদরা এর বিরুদ্ধে। আদানি গোষ্ঠী অবশ্য জানিয়েছে, প্রকল্প চালু হলে কুইন্সল্যান্ডের দেড় হাজার মানুষ চাকরি পাবেন। তা সত্ত্বেও গত দুই বছর ধরে প্রকল্প নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ চলছে। কুইন্সল্যান্ড সরকার প্রকল্পের অনুমোদন দিলেও পরিবেশবিদরা বলছেন, এর ফলে কার্বন নিঃসরণ বাড়বে, গ্রেট বেরিয়ার রিফও ক্ষতিগ্রস্ত হবে। আদানি গোষ্ঠী জানিয়েছে, তারা কয়লা তোলার পরিমাণ অনেকটাই কম করে দেবে। তারপরেও বিক্ষোভ থামছে না। অস্ট্রেলিয়ায় এই নিয়ে প্রচুর মিছিল, বিক্ষোভ, সভা হয়েছে। 

করোনাকালে এর আগেও খেলার মাঠে প্রতিবাদ হয়েছে। অ্যামেরিকায় বাস্কেটবল প্লেয়াররা বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। অলিম্পিকে প্রতিবাদ করেছেন অ্যাথলিটরা। ফুটবল মাঠেও প্রতিবাদ হয়। করোনাকালে এ বার ক্রিকেট মাঠও প্রতিবাদ দেখলো।

জিএইচ/এসজি(পিটিআই)