1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজ ৯/১১: কোরআন পোড়ানো হচ্ছেনা

১১ সেপ্টেম্বর ২০১০

আজ শনিবার নাইন ইলেভেন৷ আজই কোরআন পোড়ানোর কথা বলে সারা বিশ্বে সমালোচনার ঝড় তুলেছেন ফ্লোরিডার একটি চার্চের প্রধান৷ গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আবারও নিন্দা জানিয়েছেন এই সিদ্ধান্তের৷

https://p.dw.com/p/P9cW
ছবি: AP

তবে সংবাদ মাধ্যমগুলো বলছে আজ কোরআন পোড়ানো হচ্ছেনা৷ কারণ টেরি জোনস, যিনি কোরআন পোড়ানোর পরিকল্পনা করেছেন, তিনি ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন৷ সেখানে ফয়সল আব্দুল রউফ, অর্থাৎ গ্রাউন্ড জিরোর কাছে মসজিদ নির্মাণের যিনি পরিকল্পনাকারী, তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছে রয়েছে জোনসের৷ তার মানে শনিবার দিনটা তিনি থাকছেন নিউ ইয়র্কে৷ তাই ফ্লোরিডায় তাঁর চার্চে যে কোরআন পোড়ানোর কথা বলা হচ্ছিল সেটা হচ্ছেনা৷

অবস্থা এখন এমন যে, জোনসের ইচ্ছা হলো রউফের সঙ্গে সাক্ষাৎ করা৷ এবং গ্রাউন্ড জিরোতে যেন মসজিদ বানানো না হয় সে ব্যাপারে একটা নিশ্চয়তা চাওয়া৷ সেটা সম্ভব না হলে ভবিষ্যতে তিনি আবারও কোরআন পোড়ানোর কথা বলতে পারেন৷ এদিকে রউফ বলেছেন যে ব্যাক্তি কোরআন পোড়ানোর চিন্তা করতে পারে তাঁর সঙ্গে কোন আলোচনা নয়৷

আবারও নিন্দা ওবামার

প্রায় চার মাস পর ওবামা শুক্রবার একটি সংবাদ সম্মেলন করেছেন৷ যেখানে তাঁকে প্রশ্ন করার সুযোগ ছিল৷ সেখানেই ওবামাকে আবারও কথা বলতে হয়েছে কোরআন পোড়ানো নিয়ে৷ তিনি বলেন, অ্যামেরিকানদের উচিত নয় ধর্ম নিয়ে একজন আরেকজনের পেছনে লেগে থাকা৷ মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে ওবামা বলেন, আমাদের সবারই দেশ একটা৷ প্রভুও একটা৷ হয়তো বিভিন্ন নামে আমরা প্রভুকে ডাকতে পারি৷ কিন্তু সেটা কোন বিষয় নয়৷ এছাড়া গ্রাউন্ড জিরোর কাছে মসজিদ নির্মাণের বিষয়ে তিনি বলেন, এটা অ্যামেরিকার মুসলমানদের সাংবিধানিক অধিকার৷ ওবামা বলেন, যে জায়গায় চার্চ বানানো যাবে সেই জায়গায় মন্দির, মসজিদও বানানো যাবে৷

নাইন ইলেভেন নিয়ে অনুষ্ঠান

প্রতি বছরের মত এবারও জাতীয়ভাবে নাইন ইলেভেনে নিহত হওয়াদের স্মরণ করা হবে৷ প্রেসিডেন্ট ওবামা উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে৷ এদিকে আপনি জানেন যে, গতকাল অ্যামেরিকায় ঈদ পালিত হয়েছে৷ সেখানে ঈদের নামাজের পর খুতবায় ইমামরা নাইন ইলেভেনের নিহতদের স্মরণ করে মানুষের মধ্যে থেকে ঘৃণা সরিয়ে ফেলার ওপর জোর দিয়েছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান