1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোভিশনে যাচ্ছে না পর্তুগাল

২৬ নভেম্বর ২০১২

আগামী বছরের ইউরোভিশন সং কনটেস্ট এ অংশ নিচ্ছে না পর্তুগাল৷ তারা জানিয়েছে, পর্যাপ্ত বাজেট না থাকায় আগামী মৌসুমে তারা কোন প্রতিযোগী পাঠাবে না৷

https://p.dw.com/p/16pnq
ছবি: dapd

ইউরোপের দেশগুলোতে যে আর্থিক মন্দা দেখা যাচ্ছে তার প্রভাব এভাবে পড়লো এবার সংগীত জগতেও৷ ২০১৩ সালের মে মাসে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা হবে সুইডেনের মালমো শহরে৷

Stadt Malmö in Schweden
২০১৩ সালের মে মাসে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা হবে সুইডেনের মালমো শহরেছবি: Fotolia/Alexi TAUZIN

পর্তুগালের সরকারি সংবাদ মাধ্যম আরটিপি জানিয়েছে, যে এবার কোন পর্তুগিজ প্রতিযোগী থাকবে না এই প্রতিযোগিতায়৷ এর জন্য প্রস্তুতি নেওয়ার পেছনে যে টাকা প্রয়োজন তা আপাতত পাওয়া যাচ্ছে না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে এর পরিবর্তে দেশীয় সংগীত প্রতিভা বের করে আনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে৷ এছাড়া আর্থিক মন্দা কেটে গেলে ২০১৪ সালের ইউরোভিশনে আবার পর্তুগাল ফিরতে পারে, এমনটিও বলেছে তারা৷

উল্লেখ্য, প্রতি বছর ইউরোপ এবং ইউরোপের সীমান্ত সংলগ্ন দেশগুলো এই ইউরোভিশনে অংশ নিয়ে থাকে৷ গত ১৯৫৬ সাল থেকে এই প্রতিযোগিতা হয়ে আসছে৷ পর্তুগাল ১৯৬৪ সালে প্রথম অংশ নেয়৷ এরপর তিনবার বাদে প্রতিবারই তারা এতে উপস্থিত ছিলো, যদিও এখন পর্যন্ত তারা জয়ী হতে পারেনি৷ ইউরোভিশন ইউরোপের দেশগুলোতে বেশ জনপ্রিয় হলেও আন্তর্জাতিক গণ্ডিতে এখনও তেমন নামডাক ছড়াতে পারেনি৷

আরআই/এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য