1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগামী বই মেলা

১ ফেব্রুয়ারি ২০১২

আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থ মেলা৷ বিকেল তিনটায় বই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

https://p.dw.com/p/13tn8
বই মেলা (ফাইল ছবি)ছবি: DW/Mamun

আগামী বছর থেকে বই মেলার জন্য নির্ধারিত স্থান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ৷ ডয়চে ভেলেকে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান৷

তিনি বলেন, ‘‘ বাংলা একাডেমী প্রাঙ্গনে বই মেলার স্থান সংকুলান হচ্ছিলো না৷ ফলে, কয়েক বছর ধরেই মেলাটিকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাবার জন্য আলোচনা হচ্ছিলো৷ তবে, আমরা আশা করছি যে, আমরা আগামী বছর থেকে বই মেলাটিকে সরিয়ে নেবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে৷ ''

অধ্যাপক খান আরো জানান যে, শুধু বই মেলার স্টলগুলো হবে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আর মেলার সময় বাংলা একাডেমীতে যে সব সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনা অনুষ্ঠান হতো সেগুলো বাংলা একাডেমীতেই হবে বলেও জানান তিনি৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারুক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য