আগস্ট মাসের শেষ সপ্তাহের বিজয়ী... | পাঠক ভাবনা | DW | 01.09.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আগস্ট মাসের শেষ সপ্তাহের বিজয়ী...

জার্মানিতে ড্রোন ব্যবহার করা হয় ছবি তোলা বা ভিডিও করার কাজে৷ গত ২৯-৩১ আগস্টের অন্বেষণ কুইজের প্রশ্ন ছিল, সস্তা মডেলের ড্রোনের দাম কেমন? সঠিক উত্তর – তিনশো ইউরোর কম৷

প্রশ্নটির উত্তর দিয়েছেন মোট ৪৩১ জন৷ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবারের বিজয়ী হয়েছেন অনুকুল সরকার৷ পাঠক অনুকুল, আপনাকে অভিনন্দন! আপনার কাছে বিশেষ অনুরোধ পুরস্কার পাঠানোর সুবিধার্থে আপনার ঠিকানাটি আমাদের ফেসবুকে মেসেজ বক্স বা ই-মেলে পাঠিয়ে দিন৷ যাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

বন্ধুদের সবার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবংওয়েবসাইটের কথা৷ উল্লেখ্য, অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ আর ইংরেজিতে #onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷

এবার মতামত

জলির পাড়, গোপালগঞ্জ থেকে পুরনো বন্ধু বিধান চন্দ্র টিকাদার লিখেছেন, ‘‘অতীতের সেই স্মৃতি আজও মনে পড়ে, ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান কত মনোযোগ দিয়েই না শুনতাম, জানাতাম মতামত৷ কাদের ক্লাব বছরের সেরা ক্লাব হবে সেই ভাবনা নিয়ে লিখতাম৷ কোথায় গেলো সেই আনন্দের দিনগুলি? সেকথা ভেবে আজও আছি ডয়চে ভেলের ওয়েবসাইটের সাথে৷ নিয়মিত ওয়েবসাইট দেখে শুধু সেই স্মৃতিই খুঁজি৷''

পরের ই-মেলটি পাঠিয়েছেন নিয়মিত পাঠক ও ই-মেল প্রেরক এমএ বারিক, ভাটরা, শিহলী, বগুড়া থেকে৷ তিনি লিখেছেন, গতকাল ডয়চে ভেলের একটি লোমহর্ষক প্রতিবেদন পড়ে আমার মনটা ব্যথায় কাঁতর হয়ে উঠলো৷ সুনারশি নামে ইন্দোনেশিয়ার এক যৌনদাসীর গল্প৷ কোনো নারীই চায় না সুনারশির মতো হতে৷ এমন নারীদের মধ্যে অধিকাংশই প্রতারণার শিকার৷ কেউ প্রেমের ফাঁদে, কেউ বা আবার দালালের ফাঁদে৷ নারীর মূল্যই যেন আমাদের কাছে নেই৷ সৌদির মতো দেশে এমন ঘটনা প্রতিবেদনটি পড়ে আমি অবাকই হয়েছি৷ নারীটিকে অনেক নির্যাতন করা হয়েছে৷ অথচ এক সময় সৌদি পুলিশ তাঁকেই আটক করে, ছয় মাস কারাভোগের পর মুক্তি পান সুনারশি৷ পরে তাঁকে পাঠিয়ে দেয়া হয় নিজ দেশে৷ এ সব নারীদের নিয়ে প্রতিবেদন করার জন্য আমি ডয়চে ভেলেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি৷''

- কুইজে অংশগ্রহণ ও আমাদের ওয়েবসাইট সম্পর্কে মতামত জানানোর জন্য ধন্যবাদ সবাইকে৷ সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন