1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আকাশসীমা সুরক্ষায় পোল্যান্ডকে সহায়তা করতে চায় জার্মানি

২১ নভেম্বর ২০২২

গত সপ্তাহে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর সে দেশের আকাশসীমার সুরক্ষার জন্য জার্মানি ইউরোফাইটার বিমান ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সরবরাহের প্রস্তাব দিয়েছে৷

https://p.dw.com/p/4JolA
(ফাইল ছবি) গুয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ইউনিট
(ফাইল ছবি) গুয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ইউনিট ছবি: ABACA/picture alliance

ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে ইউরোপের দেশগুলির পক্ষে যে একা প্রতিরক্ষা মজবুত করা সম্ভব নয়, সেই বিশ্বাস আরো বাড়ছে৷ তাই সুরক্ষা নিশ্চিত করতে আরো পারস্পরিক সহযোগিতার পথে চলতে চায় কিছু দেশ৷ সামরিক জোট ন্যাটোর রক্ষাকবচ সত্ত্বেও বাড়তি পদক্ষেপের প্রয়োজন বোধ করছে এই দেশগুলি৷ ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রেও এমন সমন্বয় ও সহযোগিতা দেখা যাচ্ছে৷ সেখানে  সোভিয়েত আমলের ট্যাংক পাঠিয়ে পূর্ব ইউরোপের কিছু দেশ জার্মানি থেকে বিকল্প সাঁজোয়া গাড়ি পাচ্ছে৷

এবার ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডের আকাশসীমা রক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে জার্মানি৷ গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনার পর ভবিষ্যতে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হামলা এড়াতে পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম কাজে লাগতে পারে বলে জার্মান সরকার মনে করছে৷ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় সমস্যাই গত সপ্তাহের ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে৷ জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট রোববার এক সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে এই প্রস্তাবের উল্লেখ করেন৷ উল্লেখ্য, জার্মানি এর আগে ইউরোফাইটার বিমানের সাহায্যে পোলিশ সীমান্তে টহলদারির প্রস্তাবও দিয়েছিল৷

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা শুরুর পর থেকে সামরিক জোট ন্যাটো পূর্ব ইউরোপের আকাশসীমা আরো নিরাপদ করার জন্য পদক্ষেপ নিয়ে চলেছে৷ অক্টোবর মাসে জার্মানির নেতৃত্বে প্রায় ১২টি ন্যাটো সদস্য দেশ যৌথভাবে একাধিক স্তরের এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তোলার উদ্যোগ শুরু করেছে৷ শীতল যুদ্ধের সময়ে জার্মানিতে ৩৬টি প্যাট্রিয়ট ইউনিট মোতায়েন ছিল৷ বর্তমানে সেই সংখ্যা ১২, যার মধ্যে দুটি স্লোভাকিয়ায় মোতায়েন রয়েছে৷ ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে তাই যৌথ সুরক্ষার উপর জোর দিচ্ছে জার্মানি৷ তবে ফ্রান্সের মতো ঘনিষ্ঠ সহযোগী ও পরমাণু শক্তিধর দেশকে বাইরে রেখে জার্মানির এমন উদ্যোগ নিয়ে বিতর্ক চলছে৷ ইসরায়েল অথবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কেনার বিষয়ে ভাবনাচিন্তা চলছে৷ তবে অন্যান্য প্রতিরক্ষা প্রকল্পে ফ্রান্সের সঙ্গেই সহযোগিতা করছে জার্মানি৷

শুধু পোল্যান্ড নয়, স্লোভাকিয়া ও বাল্টিক দেশগুলির আকাশসীমা সুরক্ষা আরো মজবুত করতে হবে বলে মনে করেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী লামব্রেশট৷ ইউক্রেন ও রাশিয়ার সীমান্তের দেশগুলির জন্য এমন বাড়তি পদক্ষেপ অবিলম্বে প্রয়োজন বলে জার্মানি মনে করছে৷ মোটকথা ন্যাটো যাতে যুদ্ধে জড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে যাবতীয় পদক্ষেপ নেবার পক্ষে সওয়াল করছে জার্মানি৷ তবে সেই লক্ষ্যে সব দেশকে মাথা ঠাণ্ডা রাখতে হবে বলে মনে করেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান