1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইভরি কোস্টের নির্বাচনে ভোটার উপস্থিতি স্বল্প

১১ ডিসেম্বর ২০১১

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের সংসদ নির্বাচন শুরু হয়েছে৷ তবে শুরুতে ভোটার উপস্থিতি অনেক কম বলে জানিয়েছে সেখানকার নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো৷ নির্বাচন বয়কট করেছে সাবেক প্রেসিডেন্ট লরঁ বাগবোর দল৷

https://p.dw.com/p/13Qk1
Eine Mauer mit Wahlkampfspruechen fuer den ehemaligen Praesident Gagbo. In dieser Region waren mit die schlimmsten Auseinandersetzungen zwischen den beiden Praesidentschaftsanhaengern. Guiglo im Westen des Landes an der Cote d' Ivoire. In dieser Region hatte der Buergerkrieg am schlimmsten gewuetet. Nach der Praesidentschaftswahl 2011 kam es zu buergerkriegsaehnlichen Auseinandersetzungen zwischen den beiden Anhaengern der Praesidentschaftskandidaten. Insgesamt kamen bei dem anhaltenden Konflikt im Land ueber 3000 Menschen ums Leben.
আইভরি কোস্টের নির্বাচনি প্রচারছবি: picture alliance/Mika Schmidt

প্রেসিডেন্ট নির্বাচনের এক বছরেরও বেশি সময় পর দেশটিতে আবারও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ মোট ২৫৫ আসন বিশিষ্ট সংসদের নির্বাচনে প্রার্থী হয়েছে প্রায় ১১০০ জন৷ এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৫০ লাখেরও বেশি বলে জানা গেছে৷ বার্তা সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া খবরে জানা গেছে, ভোটের শুরুতে ভোটারদের উপস্থিতি তেমন দেখা যায়নি৷ অনেক ভোট কেন্দ্র কয়েক ঘণ্টা পর খোলা হয়৷ নির্বাচন কমিশনার বাবা কুলিবালি বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, যেসব ভোট কেন্দ্র দেরি করে খুলেছে সেগুলো বন্ধ হবে দেরি করে৷ অর্থনৈতিক রাজধানী আবিদজানের ইওপুগন এলাকার ভোটকেন্দ্রগুলোতে শুরুর দিকে একেবারে ভোটার দেখা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ উল্লেখ্য, এবারের নির্বাচন বয়কট করছে সাবেক প্রেসিডেন্ট লরঁ বাগবোর রাজনৈতিক দল৷ তাঁর জন্মস্থান গাগনোয়াতে লোকজনের মোবাইলে বার্তা পাঠানো হয়েছে যাতে তারা ভোটকেন্দ্রে না যায়৷

বাগবোর দল অংশ না নেওয়ায় নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারার পিডিআর এবং তাদের জোট সঙ্গী পিডিসিআই এর সমর্থক প্রার্থীরা বিজয়ী হতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে৷ উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনের পর বাগবো এবং ওয়াতারা উভয়েই নিজেদের বিজয়ী বলে দাবি করেন৷ আন্তর্জাতিক মহল ওয়াতারার পক্ষে রায় দিলেও বাগবো ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান৷ এরপর শুরু হয় উভয় পক্ষের মধ্য সশস্ত্র সংঘর্ষ৷ গত এপ্রিলে এই পরিস্থিতির অবসান ঘটে, যখন ফরাসি সেনাদের সক্রিয় সহায়তায় ওয়াতারার সমর্থক বাহিনী রাজধানী আবিদজান দখল করে৷ এই সময় গ্রেফতার করা হয় বাগবোকে৷ কয়েকদিন আগে দ্য হেগ এ অবস্থিত আন্তর্জাতিক আদালতে হাজির করা হয়েছে তাঁকে৷ বাগবোর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে৷

জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে, বাগবো এবং ওয়াতারার ক্ষমতা দখলের দ্বন্দ্বে মোট তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছে৷ উভয় পক্ষের লোকজন এই সময় ব্যাপক মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল৷ তবে এখন পর্যন্ত কেবল অভিযোগ আনা হয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট লরঁ বাগবোর বিরুদ্ধেই৷ তার রাজনৈতিক দল বাগবোর মুক্তি দাবি করে আসছে৷ তবে তাদের দাবি না মানায় এবারের সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না তারা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য