1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপ্যাড

উলরিকে ড্যোর/এসবি১২ জুন ২০১৫

‘ছিল রুমাল, হয়ে গেল বিড়াল' – সুকুমার রায়ের ‘হ-য-ব-র-ল' শুরুর সেই লাইন যে আজকের ডিজিটাল যুগেও সম্ভব হতে পারে, তা দেখিয়ে দিচ্ছেন এক জাদুকর৷ বাস্তব ও ডিজিটাল জগত নিয়েই তাঁর হাতসাফাইয়ের কাজ৷

https://p.dw.com/p/1Fg0Z
Simon Pierro iPad Magier
ছবি: picture alliance/BREUEL-BILD

কী কাণ্ড! ট্যাবলেট থেকে বেরিয়ে এল মাকড়সা৷ ডিসপ্লের মধ্যে গ্যাস-বেলুন ট্যাবলেট উড়িয়ে দিচ্ছে৷ একেই বলে ডিজিটাল ম্যাজিক৷ এই সব আশ্চর্য কাণ্ড ঘটিয়ে জার্মান জাদুকর সিমন পিয়েরো গোটা বিশ্বের মানুষকে আমোদ দেন৷ তিনি বলেন, ‘‘আমি চিরকাল প্রযুক্তি-পাগল৷ মাত্র ১২ বছর বয়সে হাতে একটা ইলেকট্রিক অরগ্যানাইজার এসেছিলো৷ বেশ বড়সড় আকারের৷ তাতে আমার অ্যাপয়েন্টমেন্ট লিখতাম, যদিও সে সবই ছিল কাল্পনিক৷ তাছাড়া ম্যাজিকও দেখিয়েছি বহুদিন ধরে৷ এক সময় মনে হলো, এই দুইয়ের মেলবন্ধন ঘটালে কেমন হয়!''

সিমন পিয়েরোর হাতসাফাই দেখলে দর্শক অবশ্যই মুগ্ধ হন৷ অনেকে বলেন, ‘‘অসাধারণ ব্যাপার৷ কীভাবে করছে জানি না৷ জানলে অবশ্য বিস্ময়ও চলে যাবে৷''

ডিজিটাল জাদুকর হিসেবে সিমন পিয়েরো বলেন, ‘‘সাধারণ ও ডিজিটাল জাদুকরের মধ্যে পার্থক্য বোঝানো সহজ৷ সাধারণ জাদুকর কানের পেছন থেকে পয়সা অথবা শূন্য থেকে টেনিস বল বার করে৷ আর আমি আমার ট্যাবলেটকেও কাজে লাগাই৷ যেমন তাতে ডিমের খোঁজ করে সঠিক ছবি বেছে নিই৷ তারপর মনে হবে, সেই ডিম আমি ট্যাবলেট থেকে বার করে নিচ্ছি৷''

তবে সিমন এ সব করতে পারেন, কারণ তিনি সাধারণ ম্যাজিক ভালোই রপ্ত করেছেন৷ হাতসাফাই, দর্শকদের ধোঁকা দেওয়া ও নিখুঁত টাইমিংই তার রহস্য৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান