আইনমন্ত্রীর মন্তব্য অযৌক্তিক, ভিত্তিহীন | পাঠক ভাবনা | DW | 24.07.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আইনমন্ত্রীর মন্তব্য অযৌক্তিক, ভিত্তিহীন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, গণপিটুনি বিএনপির নিখুঁত কাজ৷ এর আগে ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে একের পর এক ধর্ষণে রাজনৈতিক উদ্দেশ্য থাকার কথা বলেছিলেন তিনি৷

আইনমন্ত্রীর এসব মন্তব্য নিয়ে মঙ্গলবার ‘বিএনপির আধ্যাত্মিক শক্তি' শিরোনামে একটি সংবাদভাষ্য প্রকাশ করা হয়৷ ডয়চে ভেলে বাংলার ফেসবুক পাতায় এটি শেয়ার করা হলে অনেক পাঠক তাঁদের মন্তব্য জানান৷

মো. খলিলুর রহমান লিখেছেন, ‘‘মন্ত্রীদের যোগ্যতা হলো কোনো ঘটনার তদন্ত শুরুর আগেই তার দায় বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়া, আর না হয় বিছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়া৷ আইনমন্ত্রীর এই রকম ভিত্তিহীন মন্তব্য কারো কাছে কাম্য নয়৷''

যুবায়ের হোসেন আইনমন্ত্রীর বক্তব্যকে একেবারে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন৷ তিনি লিখেছেন, সরকার দলের লোকেরা সবসময় বিরোধী দলের দোষ দিয়ে নিজের দায়িত্ব আড়াল করতে চায়, আর সে কারণে সাধারণ মানুষ দিন দিন সরকারের প্রতি আস্থা হারাচ্ছে৷

সজীব লিখেছেন, ‘‘আমাদের আত্মসমালোচনা করার এবং কেউ সমালোচনা করলে তা মেনে নেয়ার মানসিকতা নেই৷ রাজনৈতিক নেতাদের তো তা একেবারেই নেই৷''

সাদেক আহমেদ চৌধুরী লিখেছেন, ‘‘যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে৷ দু'বার মুক্তি এসেছে, একবার ব্রিটিশদের হাত থেকে আরেকবার পাকিস্তানের শাসন, শোষণ হতে৷ আজ সে দেশের রাজনীতি ধ্বংস হয়ে গেছে, গণতন্ত্র বিলীন৷ একটা ঘুমন্ত জাতির দুঃস্বপ্নের প্রকাশ হলো এই সকল বিকারগ্রস্ত কথাবার্তা৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন