1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আইনজীবীদের ভুলে খালেদাকে বাড়ি ছাড়তে হয়েছে ’

২০ নভেম্বর ২০১০

আইনজীবীদের ভুলের কারণে বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়তে হয়েছে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা৷ আর ঈদের আগে হরতাল সাধারণ মানুষের সহানুভূতি কাড়তে পারেনি বলেও মন্তব্য তাঁর৷

https://p.dw.com/p/QE7g
কয়েকদিন আগে রাজপথে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষছবি: AP

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়েন ১৩ই নভেম্বর৷ এর এক সপ্তাহ পর বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বললেন আইনজীবীদের ভুলের কারনে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়তে হলো৷তিনি দাবি করেন খালেদার আইনজীবীরা লিভ টু আপিল করলেও বাড়ি ছাড়ার ওপর কোন স্থগিতাদেশের আবেদন করেননি৷ যা ছিল বড় ভুল৷ লিভ টু আপিলের সঙ্গে স্থগিতাদেশের আবেদন করলে আদালতের তা বিবেচনায় নেয়ার সুযোগ ছিল৷ আবেদন না করায় তা বিবেচনায়ই আসেনি৷তিনি এ বিষয়ে খালেদার কোন আইনজীবীর অসৎ উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ করেন৷ তিনি খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদকে উদ্দেশ্য করে বলেন, মওদুদ সাহেবের শুধুমাত্র সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী হওয়া বাকি আছে৷ তিনি কি উদ্দেশ্যে এ কাজ করছেন তিনি তা নিজেই ভাল বলতে পারবেন৷

ব্যারিস্টার নাজমুল হুদা মনে করেন খালদা জিয়ার বাড়ি নিয়ে ঈদের আগে হরতাল দেয়াও ঠিক হয়নি৷ ঈদের আগে হরতাল হওয়ায় খালেদা জিয়া মানুষের সহানুভূতি তেমন পাননি৷ তিনি মনে করেন প্রধান বিচারপতির কাছে গিয়ে তাঁকেও বিব্রত করা হয়েছে৷ তবে নাজমুল হুদা মনে করেন শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের মাধ্যমেই খালেদা জিয়া বাড়ি ফিরে পাবেন৷

অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলছেন, হরতালের মত আরো কঠোর কর্মসূচি দেবে বিএনপি৷ জনগণের দাবি আদায়ে তারা কোন ছাড় দেবেন না৷ তবে কোন ধ্বংসাত্মক কাজ করবে না তাঁর দল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার