1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইন কর্মকর্তাদের পদত্যাগের নির্দেশ

২৭ জুন ২০১৯

২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগ করতে বলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷ আইনমন্ত্রী আনিসুল হকের কাছ থেকে চিঠি পেয়ে বৃহস্পতিবার তিনি তাঁদের পদত্যাগ করতে বলেন৷

https://p.dw.com/p/3LBrJ
Dhaka Bangladesch 9 von 19
ছবি: DW/Harun Ur Rashid Swapan

বুধবার এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নতুন করে নিয়োগ দেয়া হবে৷ সে কারণে ২০১৭ সালের আগে যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁদের পদত্যাগ করতে বলা হয়েছে৷ বিষয়টি চিঠি দিয়ে অ্যাটর্নি জেনারেলকে জানানো হয়েছে বলেও জানান আইনমন্ত্রী৷

আইনমন্ত্রীর এই বক্তব্যের পরদিন বৃহস্পতিবার দুপুরে আইন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন অ্যাটর্নি জেনারেল৷ সেখানেই তিনি তাঁদের পদত্যাগ করতে বলেন৷ তবে কী কারণে তাঁদের পদত্যাগ করতে বলা হচ্ছে তার ব্যাখ্যা তিনি দেননি৷ পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত তাঁদের দায়িত্ব পালন করে যেতেও বলা হয়েছে৷

এদিকে, বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে একাধিক ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র জমা দেয়ার কথা নিশ্চিত করেছেন৷

বর্তমানে ৬৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০৬ জন সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করছেন বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে৷ এর মধ্যে ৩৩ জন ডেপুটি ও ৫৪ জন সহকারী অ্যাটর্নি জেনারেল ২০১৭ সালের আগে নিয়োগ পান৷

জেডএইচ/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য