1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মসজিদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা

২৮ ফেব্রুয়ারি ২০১৭

জার্মানির রাজধানী বার্লিনের একটি মসজিদ অ্যাসোসিয়েশনের কার্যক্রমের উপর মঙ্গলবার এই নিষেধাজ্ঞা জারি করে বার্লিন রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ৷ এর আগে গত সপ্তাহে মসজিদটি বন্ধ করে দেয়া হয়েছিল৷

https://p.dw.com/p/2YMZb
পাহারা দিচ্ছে পুলিশ
ছবি: Reuters/C. Mang

মসজিদ অ্যাসোসিয়েশনটির নাম ‘ফুসিলেট ৩৩'৷ মৌলবাদী ইসলামি জঙ্গিরা এই মসজিদকে তাদের আলোচনার স্থান হিসেবে ব্যবহার করত বলে প্রসিকিউটররা বলছেন৷ গত ডিসেম্বরে বার্লিনের একটি বড়দিনের বাজারে হামলা চালানো টিউনিশীয় নাগরিক আনিস আমরি প্রায়ই এই মসজিদে যেতেন বলে কর্তৃপক্ষ বলছে৷ ঐ হামলায় ১২ জন নিহত হন৷ আহত হয়েছিলেন আরও কয়েক ডজন ব্যক্তি৷

গত সপ্তাহে বার্লিনে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ৷ তারা তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হয়৷ পুলিশ বলছে, এই তিন ব্যক্তিও অতীতে আলোচিত এই মসজিদে যাতায়াত করেছে৷

জঙ্গি সংগ্রহের স্থান সন্দেহে গত বছর থেকেই মসজিদটির উপর নজর রাখা হচ্ছিল৷ গত সপ্তাহে অভিযান চালিয়ে মসজিদটি বন্ধ করে দেয়া হয়৷ এরপর ঐ মসজিদ অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অপরাধ তদন্ত শুরু করা হয়েছে৷ এছাড়া মসজিদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারির অর্থ হচ্ছে ঐ অ্যাসোসিয়েশন জার্মানির অন্য কোথাও মসজিদ হিসেবে ব্যবহারের জন্য বাড়ি ভাড়া নিতে পারবে না৷

হুমকি ঠেকাতে পদক্ষেপ

বার্লিনে বড়দিনের বাজারে হামলার পর আরও সন্ত্রাসী হামলা ঠেকানোর প্রস্তুতি হিসেবে কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে৷ ফলে দেশজুড়ে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে৷ মঙ্গলবার সকালেও বার্লিনের ২৪টি এলাকায় অভিযান পরিচালিত হয়৷ চারশ'রও বেশি পুলিশ এসব অভিযানে অংশ নেন৷ এছাড়া যে সব বিদেশি নাগরিকদের জার্মানিতে থাকার আবেদন বাতিল হয়েছে, তাদের মধ্যে যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে তৎপর থাকার অভিযোগ পাওয়া যাবে, তাদের গ্রেপ্তারে আইনের প্রস্তাব করা হয়েছে৷

উল্লেখ্য, জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডেমেজিয়ের-এর হিসেবে, প্রায় ৫০০-র বেশি ব্যক্তিকে ‘সম্ভাব্য হুমকি' হিসেবে বিবেচনা করা হচ্ছে৷ এর মধ্যে প্রায় অর্ধেক জার্মান নাগরিক নন৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য