1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শামীমা ‘বাংলাদেশের নাগরিক নন’

২১ ফেব্রুয়ারি ২০১৯

আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এ যোগ দেয়া ব্রিটিশ নাগরিক শামীমা বেগম বাংলাদেশের নাগরিক নন বলে জানিয়েছে ঢাকা৷ ব্রিটেন ইতোমধ্যে তাঁর নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে৷

https://p.dw.com/p/3DndT
IS-Anhängerin Shamima Begum aus Großbritannien
ছবি: Getty Images/L. Lean

২০১৫ সালে আইএস-এ যোগ দেয়া বেগম কোনোভাবেই বাংলাদেশের নাগরিক নন বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়৷ ব্রিটেন তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেয়ার পর বুধবার বাংলাদেশের তরফ থেকে এই তথ্য জানানো হয়৷ ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) অবশ্য এই ধারণা প্রকাশ করেছিল যে বাংলাদেশি বংশোদ্ভূত বেগম বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার আইনি অধিকার রয়েছে৷

দুই বন্ধুসহ ২০১৫ সালে আইএস-এ যোগ দিতে লন্ডন থেকে সিরিয়া পাড়ি জমান শামীমা বেগম৷ তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর৷ বর্তমানে তিনি সিরিয়ার একটি শরণার্থী শিবিরে রয়েছেন, যেখানে সপ্তাহান্তে তিনি তাঁর তৃতীয় সন্তান জন্ম দিয়েছেন৷ তার আগের দুই সন্তান অবশ্য আগেই মারা গেছে৷ নিজের সন্তানকে ব্রিটেনে বড় করার সুযোগ দিতে দেশটির সরকারের প্রতি সহানুভূতি কামনা করেছিলেন তিনি, যদিও আইএস-এ যোগ দেয়া নিয়ে কোনো ধরনের অনুশোচনা নেই তাঁর৷ 

ব্রিটেন সরকার সাধারণত কোনো নাগরিক রাষ্ট্রের জন্য হুমকি হিসেবে বিবেচিত হলে তাঁর নাগরিকত্ব বাতিল করতে পারে৷ তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে সেই নাগরিকের যদি রাষ্ট্রহীন হয়ে পড়ার আশঙ্কা থাকে তাহলে নাগরিকত্ব বাতিল করা যায় না৷ বেগমের ব্রিটিশ এবং বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে বলে ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা সূত্রে প্রকাশ হয়েছে৷

তবে, শামীমা বেগম জানিয়েছেন তিনি কখনো বাংলাদেশে যাননি এবং বাংলাদেশি পাসপোর্টও তাঁর নেই৷ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বেগম কখনো দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করেননি বলে জানিয়েছে৷ ফলে তাঁর জন্মভূমি যুক্তরাজ্যের পাশাপাশি তিনি বাংলাদেশেরও নাগরিক বলে যে তথ্য প্রকাশ হয়েছে, তা সঠিক নয় বলে দাবি ঢাকার৷

এদিকে, নাগরিকত্ব বাতিলের ব্রিটিশ সিদ্ধান্তকে তিনি এবং তাঁর সন্তানের প্রতি ‘কিছুটা অন্যায়' আচরণ বলে মনে করছেন বেগম৷ তিনি বলেন, ‘‘এটা আমার জন্য কিছুটা কিছুটা হতাশাজনক৷'' তবে তাঁর আইএস যোদ্ধা স্বামী, যিনি বর্তমানে সিরিয়ায় বন্দি রয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশ হয়েছে, নেদারল্যান্ডসের নাগরিক হওয়ায় সেদেশে আশ্রয় পাওয়ার ব্যাপারে চেষ্টা করবেন বলে জানিয়েছেন বেগম৷

এআই/জেডএইচ (এএফপি, এপি, রয়টার্স)