‘আই লাভ ইউ, ডয়চে ভেলে' | পাঠক ভাবনা | DW | 26.09.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক মতামত

‘আই লাভ ইউ, ডয়চে ভেলে'

‘১৬ কোটি মানুষের ১৪ কোটি মোবাইল-' এই শিরোনামের ভাইরাল ভিডিওটি দেখে এবং ফেসবুকে লেখা মন্তব্যগুলো পড়ে পাঠকরা এতটাই মজা পেয়েছেন যে একজন লিখে ফেলেছেন, আর কোনো ভিডিও দেখে তিনি এত মজা পাননি৷

উল্লেখ্য, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে ১৪ কোটি মোবাইল ফোন দিয়েছেন৷  তাঁর এই বক্তব্যের ভিডিও দেখে  যদিও অনেকে ভেবেছেন সবাইকেই বিনামূল্যে একটি করে মোবাইল দেওয়া হয়েছে৷ তবে বেশিরভাগ পাঠকই কিন্তু এই বক্তব্যের অর্থ ঠিকই বুঝেছেন৷

যেমন আবুল বশার, রাজু মিয়া, মোজাম্মেল হক, আলাউদ্দিন রাসেল, আলগীর হোসেন, শাহ জানান সুমন, মো আশরাফ জানতে চেয়েছেন তাঁদের মোবাইল কোথায় গেল? তাঁরা তো এখনো পাননি৷

পাঠক সাহাদাত লিখেছেন, ‘‘আমারটাও কিন্তু আমি পাইনি, তাই মন খারাপ৷ কিছুই ভালো লাগে না ,সারাক্ষণ মন খারাপ থাকে৷  হতাশায় ভুগি আমার ভাগের মোবাইলটার জন্য৷''

আর বিনে পয়সায় মোবাইল পাওয়া নিয়ে পাঠক কাকন প্রবীর রসিকতা করেছেন এভাবে, ‘‘ভাই, আমাকে যখন দিতে দেরি করেছেন, তাহলে আমি কিন্তু আইফোন  ছাড়া নেবো না৷''

অন্যদিকে  মামুন আফসারের প্রশ্ন, ‘‘আমি আগেরবার পাইনি৷ আচ্ছা, পরেরবার কখন দেবে, কেউ কি জানেন ?''

এদিকে মোজাম্মেল হক আরো মজা করে লিখেছেন, ‘‘আশা করি, ভোটের আগে আমারটা পেয়ে যাবো!''

তবে ফেবুকে পাঠকরা ডয়চে ভেলে থেকে তাঁদের প্রশ্নের মজার মজার উত্তর পেয়ে বেশ খুশি৷ যেমন,  পাঠক মাহমুদুর রহমান লিখেছেন, ‘‘সচরাচর নিউজ পোর্টালগুলোর পেজ নিউজ শেয়ার করে অসার হয়ে বসে থাকে৷ ডয়চে ভেলের অ্যাডমিন প্যানেল পাঠকদের কমেন্টের রিপ্লাই দেয়৷ ভালো উদ্যোগ, ধন্যবাদ৷''

ফারহান আহমেদের মন্তব্য, ‘‘এখানে দুর্নীতি হয়েছে মনে হচ্ছে৷ ১৪ কোটি মোবাইলের মধ্যে আমারটা পাই নাই৷ আমারটা কি অন্য কেউ নিয়ে নিলো?''

আমিনুল ইসলাম আপন বলছেন , ‘‘ডয়েচ ভেলের এই নিউজ ভাইরাল৷''

তবে পাঠক মেনন রাশেদ কিন্তু  সত্যিই সিরিয়াস৷ তিনি লিখেছেন, ‘‘ভয়চে ডেলের দৃষ্টি আকর্ষণ করছি, আমার মোবাইলটা কি করলে পেতে পারি একটু জানাবেন, প্লিজ ?''

অন্যদিকে মোবাইল দেবে জেনে খুবই খুশি পাঠক আশিকুর রহমান শাওন৷ তবে তিনি কিন্তু কিছুটা সন্দিহান, মনে হয় তিনিও মজা করেই লিখেছেন, ‘‘ভাই, আমি এবং আমার পরিবারের কেউ পাইনি৷ নাকি আদমশুমারিতে আমাদেরকে গননা করা হয়নি?''

তবে মিরু পাটোয়ারী লিখেছেন,‘‘মন্ত্রী ওবায়দুল কাদের, এত বড় একটা দলের গুরুত্বপূর্ণ পদে থেকে কথাবার্তা একটু হুশ করে বলা উচিত৷''

তবে ভীষণ মজা পেয়েছেন পাঠক রানা আহমেদ৷ তিনি  এ বিষয়ে লেখা সবগুলো কমেন্ট আর ডয়চে ভেলে থেকে দেয়া উত্তরগুলো ভালো করে  পড়ার অনুরোধ করে লিখেছেন, ‘‘আমি এত মজা কোনো ফানি ভিডিও দেখে পাইনি৷ লাভ ইউ, ডয়চে ভেলে৷ আপনাদের সাহস আছে বলতে হবে৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন