1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামেরিকায় করোনা বাড়ছে, উচ্ছেদে নিষেধাজ্ঞা চলবে

৪ আগস্ট ২০২১

করোনার সময়ে বাড়িভাড়া দিতে না পারলেও উচ্ছেদ করা যাবে না। পুরনো নিয়মের সময়সীমা আরো বাড়ালো অ্যামেরিকা।

https://p.dw.com/p/3yVhq
অ্যামেরিকায় করোনা
ছবি: Imago Images/ZUMA Wire/T. Scott

অ্যামেরিকায় করোনার প্রকোপ শুরু হওয়ার পরে বহু মানুষ কাজ হারাতে শুরু করেন। সে সময় প্রশাসনের সম্মতিতে সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) একটি নিয়ম সাময়িক সময়ের জন্য চালু করেছিল। করোনাকালে কাউকে বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না। ভাড়া দিতে না পারলেও বাড়িতে থাকতে দিতে হবে। সিডিসি-র বক্তব্য ছিল, উচ্ছেদ শুরু হলে বহু মানুষ গৃহহারা হয়ে পড়বেন। যার ফলে নতুন সমস্যা দেখা দেবে।

এ মাসেই সেই নিয়মের সময়সীমা শেষ হয়েছে। কিন্তু অ্যামেরিকায় করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে বাইডেন প্রশাসনের উপর চাপ তৈরি হচ্ছিল। পুরনো নিয়মের সময়সীমা বৃদ্ধির অনুরোধ আসছিল। শেষপর্যন্ত জো বাইডেনের সম্মতিতে সিডিসি সময়বৃদ্ধির নোটিস জারি করেছে। অর্থাৎ, এখনো কাউকে বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না।

করোনাকালে অ্যামেরিকায় বিপুল সংখ্যক মানুষ কাজ হারিয়েছেন। নতুন কাজের সুযোগও সেভাবে তৈরি হয়নি। সরকার আর্থিক সাহায্যের ব্যবস্থা করলেও তা যথেষ্ট নয়। সে কারণেই উচ্ছেদ বন্ধের নোটিস জারি করা হয়েছিল। অ্যামেরিকার বিভিন্ন অঞ্চলে পোস্টার দিয়ে কাজ হারানো ব্যক্তিরা বলেছিলেন, তাদের পক্ষে বাড়িভাড়া দেওয়া সম্ভব নয়। তারপরেই ওই নিয়ম চালু করা হয়। এখনো পরিস্থিতি বিশেষ বদলায়নি বলে মনে করছে মার্কিন প্রশাসন।

এদিকে নিউইয়র্কে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। নিউ ইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও বিবৃতি দিয়ে জানিয়েছএন, সেপ্টেম্বর থেকে রেস্তোরাঁ, জিমের মতো জায়গায় যেতে হলে ভ্যাকসিনের সার্টিফিকেট দেখাতে হবে। ভ্যাকসিন নেওয়া না থাকলে ওই সমস্ত জায়গায় প্রবেশ করা যাবে না। অ্যামেরিকার অন্যান্য শহরেও করোনার সংক্রমণ রুখতে নতুন নতুন নিয়ম তৈরি করা হচ্ছে।

ইউরোপেও করোনার সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। ফ্রান্সে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। জার্মানির রবার্ট কখ ইনস্টটিউট জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে তিন হাজার ৫৭১ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৫ জনের।

থাইল্যান্ডে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২০০ জন। এখনো পর্যন্ত এটিই থাইল্যান্ডে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের সংখ্যা।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)