1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামেরিকা থেকে ভারত ও পাকিস্তানে আসা যাবে

২১ জুলাই ২০২১

এবার ভারত ও পাকিস্তানে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিল অ্যামেরিকা। দুই দেশে করোনা পরিস্থিতি ভালো বলে এই সিদ্ধান্ত।

https://p.dw.com/p/3xlLv
অ্যামেরিকা থেকে ভারত ও পাকিস্তানে এবার আসা যাবে। ছবি: DW/A. Mukhopadhyay

করোনার বাড়বাড়ন্তের জন্য অ্যামেরিকা থেকে কেউ ভারত ও পাকিস্তানে আসতে পারছিলেন না। কারণ, তাদের এই দুই দেশে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন প্রশাসন। তবে অ্যামেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবার সিদ্ধান্ত বদল করল। তারা লেভেল চারের সতর্কতা সরিয়ে লেভেল তিনের সতর্কতা জারি করেছে এই দুই প্রতিবেশী দেশের ক্ষেত্রে। যার অর্থ, ভারত ও পাকিস্তানে যাওয়ার কথা বিবেচনা করতে পারেন অ্যামেরিকাবাসীরা।

তবে ভারতের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা এখনো বহাল রাখা হয়েছে। সেটা অবশ্য যারা মার্কিন নাগরিক নন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হলো, গত ১৪ দিনে যারা ভারত গেছিলেন, তারা অ্যামেরিকায় ঢুকতে পারবেন না।

আর অন্য দেশের নাগরিকরা অ্যামেরিকায় যেতে চাইলে তাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।

ভারতে এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। মঙ্গলবার ৩০ হাজারের সামান্য বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত চার মাসের মধ্যে সব চেয়ে কম মানুষ একদিনে করোনায় আক্রান্ত হলেন। দিল্লিতে মঙ্গলবার ৪৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। টিকা দেয়ার কাজও চলছে। ৯৭ লাখ মডার্নার ভ্যাকসিনও ভারতে এসেছে। তাছাড়া কোভিশিল্ড, কোভ্যাকসিন এবং স্পুটনিক দেয়া হচ্ছে।

পাকিস্তানে কিছু এলাকায় করোনার প্রকোপ সম্প্রতি বেড়েছে। তবে সাধারণভাবে পাকিস্তানেও করোনা অনেকটা নিয়ন্ত্রণে। সেজন্যই অ্যামেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স)