1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ায় বন্যা বিপর্যয় - হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে

৩১ ডিসেম্বর ২০১০

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হয়েছে৷ হাজার হাজার মানুষ আতঙ্কে বন্যাকবলিত এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে৷ নিম্নাঞ্চল থেকে জোর করে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে৷

https://p.dw.com/p/zrtz
Australia, Queensland, flood
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছেছবি: AP

প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বন্যা দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ রকহ্যাম্পটনের মতো নিম্নাঞ্চল থেকে পুলিশ বয়স্কদের সরিয়ে আনছে৷ ফ্রান্স এবং জার্মানি এই দুটো দেশের মিলিত আয়তন যতোটুকু, শুধু রকহ্যাম্পটনের আয়তন ঠিক ততোটা৷ বিশাল এই অঞ্চলের প্রায় চারহাজার বাড়ি বন্যার হুমকির মুখে পড়েছে৷

রকহ্যাম্পটনের মেয়র ব্র্যাড কার্টার এপিকে বলেছেন, দুর্গত এলাকার লোকজনকে তাদের ঘরবাড়ি ছেড়ে যাবার নির্দেশ দিয়েছে পুলিশ৷ এদিকে সামরিক হেলিকপ্টার ব্ল্যাকহক বন্যা কবলিত মানুষদের সরিয়ে আনার কাজে অংশ নিয়েছে৷ ১১ হাজার জনগোষ্ঠীর অঞ্চল এমারেল্ড, সেখানে হেলিকপ্টার থেকে খাবার ফেলা হচ্ছে৷ ব্রিসবেনের কাছে মৌসুমি ঘূর্ণীঝড় টাশা আঘাত হানার পরে বন্যা দেখা দেয়৷ কৃষি জমি ভেসে গেছে, রেল, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ নদীর পানি বাড়তে থাকায় প্রায় ২২টি শহর বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ আখের শহর হিসেবে খ্যাত এবং রামের জন্যেও বিখ্যাত বুন্ডাবার্গ বন্যার পানির কারণে দু'ভাগে বিভক্ত হয়ে পড়েছে৷ প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বুন্ডাবার্গের বন্যা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন৷

Flash-Galerie Überschwemmungen Australien
কৃষি জমি ভেসে গেছে, রেল, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অস্ট্রেলিয়ায়ছবি: AP

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক