1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির সঙ্গে গভীরতর সম্পর্কে আগ্রহী অস্ট্রিয়ার কুর্ৎস

১৮ ডিসেম্বর ২০১৭

অস্ট্রিয়ার মনোনীত চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্ৎস বলেছেন যে, তিনি জার্মানি ও ইইউ-এর সঙ্গে গভীরতর সম্পর্ক কামনা করেন৷ ভিয়েনার নতুন সরকারের প্রতি জার্মানিতে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে৷

https://p.dw.com/p/2pYU7
Deutschland Angela Merkel und Sebastian Kurz
ছবি: imago/E. Wukits

অস্ট্রিয়ার নতুন রক্ষণশীল-দক্ষিণপন্থি জোট সরকার জার্মানির সঙ্গে সম্পর্ক গভীরতর করতে চান, বলে মনোনীত চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্ৎস সোমবার মন্তব্য করেছেন৷

‘‘আমরা বহু ব্যক্তিগত, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বন্ধনে জার্মানির সঙ্গে আবদ্ধ,'' ৩১-বছর-বয়সি কুর্ৎস জার্মানির ‘বিল্ড' পত্রিকাকে বলেন৷

কুর্ৎস আজ সোমবার চ্যান্সেলর হিসেবে শপথগ্রহণ করবেন৷ সপ্তাহান্তে তাঁর মধ্যম-দক্ষিণপন্থি জনতা দল (ওভিপি) দক্ষিণপন্থি স্বাধীনতা দল (এফপিও)-র সঙ্গে জোট সরকার গঠনের চুক্তি করে৷

অস্ট্রিয়ায় দক্ষিণপন্থি প্রবণতার ফলে দেশটির নতুন সরকার যে ব্রাসেলসের সঙ্গে কি ধরণের আচরণ করবে, সে বিষয়ে ইইউ পর্যায়ে অনিশ্চয়তা রয়েছে৷

অভিবাসন প্রসঙ্গে কুর্ৎসের কড়া মনোভাব জার্মানি ও ব্রাসেলসের সঙ্গে অস্টিয়ার সম্পর্কের উপর চাপ ফেলতে পারে, বলে যে উদ্বেগ দেখা দিয়েছে, কুর্ৎস তা দূর করার চেষ্টা করেছেন৷

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কুর্ৎস একাধিকবার বার্লিনের অভিবাসন নীতির সমালোচনা করেছেন – তাঁর জোট সহযোগী এফপিও দলের নেতা হাইনৎস-ক্রিস্টিয়ান স্ট্রাখে একবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে ‘‘ইউরোপের সবচেয়ে বিপজ্জনক মহিলা'' বলে অভিহিত করেছেন৷

‘‘আমি জার্মান সরকার ও বিশেষ করে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে উত্তরোত্তর সহযোগিতা – বিশেষ করে আমাদের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর করার আশা করছি এবং তা ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরেও,'' বলে কুর্ৎস ঘোষণা করেছেন৷

ভিয়েনার নতুন সরকার জার্মানিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে৷ ম্যার্কেলের রক্ষণশীল বাভেরীয় সহযোগী সিএসইউ দল ইতিবাচক মন্তব্য করেছে৷ ‘‘সেবাস্টিয়ান কুর্ৎস আসায় বাভেরিয়া ও জার্মানি ইউরোপে আরো একজন মিত্র পেল,'' বুন্ডেস্টাগে দলের সংদীয় গোষ্ঠীর নেতা আলেক্সান্ডার ডোব্রিন্ট ‘ডি ভেল্ট' পত্রিকাকে বলেছেন৷

সিএসইউ জার্মানিতে আরো কড়া অভিবাসন নীতির দাবিতে ম্যার্কেলের সিডিইউ দলের উপর চাপ দিয়ে চলেছে৷ সিএসইউ দল রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের সংখ্যা সীমিত করার ও উদ্বাস্তুদের স্বদেশ থেকে পরিবারবর্গকে জার্মানিতে নিয়ে আসার উপর বাধানিষেধ আরোপ করার সপক্ষে৷

কিন্তু সামাজিক গণতন্ত্রী এসপিডি দল অস্ট্রিয়ার দক্ষিণপন্থি প্রবণতায়, বিশেষ করে সামাজিক গণতন্ত্রীরা ভিয়েনায় ক্ষমতাচ্যুত হওয়ার ফলে শঙ্কিত৷

এসপিডি দলের সংসদীয় গোষ্ঠীর উপসভাপতি আখিম পোস্ট ‘ডি ভেল্ট' পত্রিকাকে বলেছেন যে, কুর্ৎস ও স্ট্রাখের মনোভাব হাঙ্গেরির ভিক্টর অর্বানের দৃষ্টিভঙ্গির অনুরূপ, অভিবাসন নীতির উপর যার প্রভাব পড়তে বাধ্য৷

এসি/ডিজি (এএফপি, ডিপিএ)