1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থমন্ত্রীর সমালোচনা করে তৈরি ভিডিও ভাইরাল

১২ জুন ২০১৭

স্বঘোষিত নাম: চরমচিত্র৷ এই চরমচিত্রে আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন অনুপম দেবাশীষ রায়৷ বাজেট নিয়ে করা তাঁর সাম্প্রতিক এক ভিডিও ফেসবুকে আলোড়ন সৃষ্টি করেছে৷

https://p.dw.com/p/2eVEd
Bangladesch unterzeichnet Kredit mit der Islamischen Entwicklungsbank
ছবি: DW

ভিডিও'র শিরোনাম: ‘‘ভাস্কর্যের ঘোমটায় মালসাহেবের খেমটা নাচ এবং একটি দুর্নিবার অর্থনীতির হতাশ্বাসের গল্প৷’’ সম্প্রতি সুপ্রিম কোর্টের সামনে থেকে ন্যায়বিচারের ভাস্কর্য অপসারণ এবং অর্থমন্ত্রীর ঘোষিত বিতর্কিত বাজেট নিয়ে নিজের ক্ষোভের কথা ভিডিওতে প্রকাশ করেছেন অনুপম৷

হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই শিক্ষার্থী ভিডিও’র ক্যাপশনে লিখেছেন, ‘‘এই সরকার এবং সকল সরকার ভাব ধরে, তারা রবিনহুড গোত্রের কেউ৷ তারা বলে বেড়ায় যে, ধনীরা খুব খারাপ মানুষ আর সুমহান সরকার এসে ধনীর টাকা গরীবদের দিয়ে দেবে৷ কিন্তু সত্যিকারে সরকার ধনী আর গরীব উভয়ের থেকে টাকা নিয়ে নিজে ক্ষমতায় টিকে থাকার জন্যে সবধরণের অপ্রয়োজনীয় অনুন্নয়ন ব্যয় করে বেড়ায়৷’’

ভিডিওটি ফেসবুকে ইতোমধ্যে দেখা হয়েছে বারো লাখের বেশিবার৷ এটি শেয়ার করেছেন অসংখ্য মানুষ৷ তবে দর্শকদের সবাই যে অনুপমের সঙ্গে একমত পোষণ করেছেন, তা নয়৷ বরং অকথ্য ভাষায় তাঁকে গালমন্দ করা হচ্ছে৷ কেউ কেউ তাঁর ধর্মীয় পরিচয়কে সামনে এনে তাঁকে হেয় করার চেষ্টা করছেন৷ অনুপম দেবাশীষ রায় সেসব মন্তব্য ডিলিটের বদলে বরং উত্তর দিচ্ছেন৷ নিজের কাজের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তিনি৷

এআই/এসিবি