1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'অর্থনীতির প্রায় সবগুলো সূচকই এখন নিম্নগামী'

১৯ মে ২০২৪

ড. মো. হেলালউদ্দিন মনে করেন," রিজার্ভ কমে যাওয়ার পিছনে রপ্তানি কম ও রেমিট্যান্স ঠিকমতো না আসা একটা বড় কারণ। রপ্তানি কম এর পিছনে আছে আমদানি কম। কারণ কাঁচামাল আমদানি কমলে রপ্তানিও কমবে। রিজার্ভ বাড়াতে ডলারে দম বাড়ানো হয়েছে। ফলে মূল্যস্ফীতি আরো বাড়বে। আমরা যে বিদেশি ঋণ করেছি সেটা আবার সুদে আসলে দেয়ার পালা এসেছে ফলে রিজার্ভের ওপর চাপ আরো বাড়বে। সব মিলিয়ে অর্থনীতির প্রায় সবগুলো সূচকই এখন নিচের দিকে।”

https://p.dw.com/p/4g3FG