1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অযোধ্যা-বইতে বিতর্কিত মন্তব্য, খুরশিদের বাড়িতে আগুন

১৬ নভেম্বর ২০২১

আগুন লাগিয়ে দেয়া হলো সলমন খুরশিদের নৈনিতালের বাড়িতে। অপরাধ, তিনি অযোধ্যা নিয়ে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন।

https://p.dw.com/p/4333s
অযোধ্যা নিয়ে খুরশিদের বই বিতর্কের ঝড় তুলেছে। ছবি: AFP/Getty Images

কংগ্রেস নেতা, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যসভার সাংসদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সলমন খুরশিদের অযোধ্যা নিয়ে লেখা বই এখন আলোড়ন তুলেছে। অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করেই বই লিখেছেন তিনি। অভিযোগ, সেখানে আরএসএস-বিজেপি-র হিন্দুত্বকে আইএস ও বোকো হারামের জেহাদি ইসলামের সঙ্গে তুলনা করেছেন তিনি।

সোমবার উত্তরাখণ্ডের নৈনিতালে সলমনের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় ১৫ থেকে ২০ জনের একটি দল। সেই ঘটনার ছবি ও ভিডিও ফেসবুক ও টুইটারে পোস্ট করে সলমন বলেছেন, ''আমি এরপরে যদি বলি এটা হিন্দুত্ব নয়, তাহলে কি ভুল বলব?''

বাড়ির কেয়ারটেকার পুলিশকে জানিয়েছেন, ১৫-২০ জনের একটি দল এসে বাড়ির চত্বরে ঢোকে। তারা দরজা-জানলার কাচ ভাঙে। ফুলের টব ভাঙে। তারপর গেটে আগুন লাগিয়ে দেয়। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ এখন অপরাধীদের খুঁজছে।

তার বইয়ের উপর নিষেধাজ্ঞা জারির আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টে মামলাও হয়েছে।

খুরশিদের এই বাড়িটি নৈনিতালের মুক্তেশ্বর থানার সাতখোল গ্রামে। উত্তরাখণ্ড পুলিশের ডিআইজি নীলেশ আনন্দ ভারনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, একজন গ্রামবাসীকে চিহ্নিত করা হয়েছে। তার নাম এফআইআর-এ আছে। আইনমাফিক ব্যবস্থা নেয়া হবে। তবে এই ঘটনার সঙ্গে কোনো সংগঠনের জড়িত থাকার কথা তিনি অস্বীকার করেছেন।

নৈনিতালের এসপি বলেছেন, কিছু মানুষ খুরশিদের কুশপুতুল পোড়াচ্ছিলেন ও প্রতিবাদ জানাচ্ছিলেন। সেখান থেকেই কিছু মানুষ গিয়ে খুরশিদের বাড়ি ভাঙচুর করেন। তাদের কাছে ডিজেল ছিল। তারা ডিজেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। কেয়ারটেকার ও তার পরিবার সেসময় সেখানে ছিলেন। অন্য বিক্ষোভকারীরা এসে আগুন নেভান।

লোকসভার সাংসদ শশী থারুর টুইট করে জানিয়েছেন, ''সলমন খুরশিদ একজন রাষ্ট্রনেতা, সুবক্তা, অতীতে আন্তর্জাতিক ফোরামে তিনি অনেকবার ভারতকে গর্বিত করেছেন। তিনি মধ্যপন্থি, দেশে সবাইকে নিয়ে চলার পক্ষপাতী। তার বিরুদ্ধে এই আক্রমণ দেখাচ্ছে অসহিষ্ণুতা কোথায় গিয়ে পৌঁছেছে। যারা ক্ষমতায় আছেন, তাদের এই ঘটনার নিন্দা করা উচিত।''

খুরশিদের বইয়ের নাম 'সানরাইজ ওভার অযোধ্যা, নেশনহুড ইন আওয়ার টাইম'। কংগ্রেস অবশ্য খুরশিদের এই মন্তব্য থেকে নিজেদের আলাদা করে নিয়েছে। সোমবার সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা হরিশ রাওয়াত বলেছেন, তিনি নিজের ধর্ম নিয়ে গর্বিত। অন্যরাও তার ধর্ম নিয়ে গর্বিত হতেই পারেন। খুরশিদ বইতে যে কথা লিখেছেন, তার সঙ্গে তিনি একমত নন।

আর খুরশিদ বলেছেন, তিনি এখনো আশাবাদী। একদিন সবাই বসে যুক্তি দিয়ে আলোচনা করবেন। সেখানে মতান্তর হওয়া স্বাভাবিক। কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী মণিশঙ্কর আইয়ার বলেছেন, ''যারা এখন ক্ষমতায়, তাদের কাছে শুধু হিন্দুরাই প্রকৃত ভারতীয়।''

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই, ইন্ডিয়ান এক্সপ্রেস)