1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভ্যুত্থানের ভয় দেখাচ্ছেন সুলেইমান, জার্মানি যেতে নারাজ মুবারক

৯ ফেব্রুয়ারি ২০১১

একদিকে জনতার বিক্ষোভ, অন্যদিকে সরকার ও রাজনৈতিক দলগুলির আলোচনা – মিশরের ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে এখনো কোনো স্পষ্ট চিত্র পাওয়া যাচ্ছে না৷ চিকিৎসার কারণে জার্মানি যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মুবারক৷

https://p.dw.com/p/10EO7
মুবারক বিরোধী বিক্ষোভে নেমেছে সর্বস্তরের জনতাছবি: AP

কায়রোর তাহরির স্ক্যোয়ার গণবিক্ষোভের প্রতীকে পরিণত হলেও দেশের অন্যান্য প্রান্তেও বিক্ষোভ চালু আছে৷ দেশের দক্ষিণে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ফলে গত দুই দিনে কমপক্ষে দুজন নিহত ও একশোরও বেশি আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে৷ শুক্রবার কায়রোয় আবার এক বড় আকারের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে৷ তবে শুধু তাহরির স্ক্যোয়ার নয়, রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন কেন্দ্রের সামনেও বিক্ষোভ দেখানোর ডাক দিচ্ছেন আয়োজকরা৷

Ägypten Unruhen in Kairo Soldaten
কায়রোর রাস্তায় রাস্তায় সেনা টহলছবি: dapd

রাজনৈতিক অচলাবস্থা

ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমান মন্তব্য করেছেন, মিশর এখনো গণতন্ত্রের জন্য প্রস্তুত নয়৷ তিনি এমনকি সতর্ক করে দিয়ে বলেছেন, বিরোধীদের সঙ্গে রাজনৈতিক সংলাপ ব্যর্থ হলে সামরিক অভ্যুত্থানই হয়তো একমাত্র বিকল্প হতে চলেছে৷ এদিকে ইসলামি ব্রাদারহুড গোষ্ঠী সরকারের সঙ্গে সংলাপে অংশ নিলেও হোসনি মুবারকের পদত্যাগের দাবিতে অটল রয়েছে৷ আন্দোলনের মুখপাত্র মহম্মদ মুরসি বলেন, ‘‘প্রেসিডেন্টকে তাঁর পদ ছাড়তে হবে, নতুন এক যুগের সূচনা হতে হবে৷''

মুবারকের সম্মানজনক প্রস্থানের উপায় হিসেবে তাঁকে জার্মানিতে চিকিৎসার জন্য পাঠানোর প্রস্তাব এসেছিল৷ বুধবার মুবারক নিজে এমন সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন৷ ভাইস প্রেসিডেন্ট সুলেইমান একথা জানান৷ শুধু তাই নয়, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল'এর আমন্ত্রণকে মিশরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন সুলেইমান৷ জার্মানি অবশ্য জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে এমন কোনো আমন্ত্রণ জানানো হয় নি৷ এদিকে বুধবার মুবারক মিশরে রাশিয়ার বিশেষ দূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যদিও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখনো কিছু জানা যায় নি৷

একটানা ১৬ দিন ধরে প্রতিবাদ বিক্ষোভের ফলে মিশরের অর্থনীতি বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে৷ সরকারি হিসেব অনুযায়ী এর ফলে দিনে প্রায় ৩১ কোটি ডলার ক্ষতি হচ্ছে৷ ভাইস প্রেসিডেন্ট সুলেইমান বলেছেন, দীর্ঘ দিন ধরে এমন পরিস্থিতি সামলানো সম্ভব হবে না৷ সংকটের দ্রুত অবসান ঘটাতে হবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান