1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জার্মানরা এখনো ইতিবাচক’

২২ সেপ্টেম্বর ২০১৮

সাম্প্রতিক এক জরিপ বলছে, ৬০ শতাংশের বেশি জার্মান এখনো প্রতিবেশী হিসেবে অভিবাসীদের সঙ্গে জীবনযাপনকে ইতিবাচক হিসেবে দেখছেন৷ পূর্বের চেয়ে পশ্চিম জার্মানিতে বাস করা জার্মানরা এক্ষেত্রে বেশি ইতিবাচক বলে জানা গেছে৷

https://p.dw.com/p/35IuT
ছবি: imago/Lem

‘এক্সপার্ট কাউন্সিল অফ জার্মান ফাউন্ডেশনস অন ইন্টিগ্রেশন অ্যান্ড মাইগ্রেশন' বা এসভিআর এই জরিপটি করেছে৷ এতে অংশ নিয়েছেন ৯,২৯৮ জন৷ গত বছরের জুলাই থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়েছে৷

২০১৫ সালে শরণার্থী সংকট শুরু হওয়ার পর এটিই এই ধরনের প্রথম জরিপ৷ এর ফলাফল ‘একটি ভালো লক্ষণ' বলে মন্তব্য করেছেন জার্মানির অভিবাসন বিষয়ক কমিশনার আনেটে ভিডমান-মাউৎস৷

জরিপে যা পাওয়া গেছে:

  • প্রায় ৬৩ দশমিক ৮ শতাংশ স্থানীয় জার্মান (যার বংশে অভিবাসনের উদাহরণ নেই) জার্মানির বর্তমান অভিবাসন পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন৷ শেষবার ২০১৫ সালে করা এমন জরিপে সংখ্যাটি ছিল ৬৫ দশমিক ৪ শতাংশ৷ এদিকে, জরিপে অংশ নেয়াদের মধ্যে যাঁদের অভিবাসনের উদাহরণ আছে, তাঁদের প্রায় ৬৮ দশমিক ৯ শতাংশ অভিবাসন পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন৷
  • পশ্চিম জার্মানির ৬৬ শতাংশ উত্তরদাতা অভিবাসন পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট৷ পূর্ব জার্মানির ক্ষেত্রে সেই সংখ্যাটা ৫৫ শতাংশ৷
  • জার্মানির যে এলাকায় কম অভিবাসী বাস করেন, যেমন পূর্ব জার্মানির রাজ্যগুলোতে, সেখানকার মানুষ অভিবাসন ও ইন্টিগ্রেশন বিষয়ে বেশি আপত্তি জানিয়েছেন৷
  • নারীদের চেয়ে পুরুষরা জার্মানির ইন্টিগ্রেশন পরিস্থিতিকে বেশি নেতিবাচক হিসেবে দেখছেন৷
  • প্রায় ৬০ শতাংশ স্থানীয় জার্মান আরো শরণার্থী নেওয়ার পক্ষে৷ তবে শরণার্থী গ্রহণের সংখ্যা সীমিত করার কথাও বলেছেন তাঁরা৷

জরিপের গবেষকরা বলছেন, অভিবাসন বিষয়ে যাঁরা সংশয়ে আছেন, তাঁরা যদি অভিবাসীদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে মেলামেশা শুরু করেন, তাহলে সেই সংশয় দূর হতে পারে৷ ‘‘গণমাধ্যমে যা দেখানো হয় তার তুলনায় প্রতিদিনকার অভিজ্ঞতা বেশি ভালো,'' প্রতিবেদনে লিখেছেন গবেষকরা৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ, কেএনএ)