1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে রক্ষা পেল মহাত্মা গান্ধীর জিনিসগুলো

ফারজানা কবীর খান৬ মার্চ ২০০৯

ভারতের অবিসংবাদিত মহান নেতা মোহনলাল করম চাঁদ গান্ধীর ব্যবহৃত জিনিসগুলো বেহাত হওয়া থেকে রক্ষা পেয়েছে৷ বৃহস্পতিবার নিউ ইয়র্কের নিলামে জিতে তার ব্যবহৃত জিনিসগুলো ১৮ লাখ ডলারে কিনে নিলেন ভারতীয় ধনকুবের বিজয় মালিয়া৷

https://p.dw.com/p/H7AD
নিলামে তোলা গান্ধীর জিনিসপত্র৷ছবি: picture-alliance/ dpa

অবশেষে ভারতে ফিরে আসছে মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত জিনিসগুলো৷ গান্ধীর ব্যবহৃত চশমা, চটি, ঘড়িসহ তাঁর ব্যক্তিগত জিনিসগুলো দেশে ফিরিয়ে আনার কথা ভাবছেন বিজয় মালিয়া৷ এই জিনিসগুলো দেশকে দান করার সিদ্ধান্ত নিয়েছেন বিজয় মালিয়া৷ এই নিলাম নিয়ে ভারতের জনগণের মধ্যে সৃষ্টি হয়েছিল ক্ষুদ্ধ প্রতিক্রিয়া৷

Mahatma Gandhi - Auktion
বৃহস্পতিবার নিউ ইয়র্কের নিলামে জিতে তার ব্যবহৃত জিনিসগুলো ১৮ লাখ ডলারে কিনে নিলেন ভারতীয় ধনকুবের বিজয় মালিয়া৷ছবি: AP

ভারতের একটি আদালত গত মঙ্গলবার নিলাম অনুষ্ঠানের ওপর স্থগিতাদেশ দেয়৷ তখন গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী বলেছিলেন, স্থগিতাদেশ দেওয়ায় সম্ভবত দেরি হয়ে গেল৷ নিউইয়র্কে এই আদেশ মানার কোন বাধ্যবাধকতাও নেই৷ তুষার আরও বলেন, এসব জিনিস আমাদের জাতির জনকের স্মৃতি৷ আমাদের অবশ্যই এসব ফেরত আনতে হবে৷ তবে নিলামটিতে ধনকুবের বিজয় মালিয়ার জয়ের ফলে তিনি জানিয়েছেন যে, তিনি এখন স্বস্তির নিশ্বাস ফেলছেন এবং আনন্দিত৷ তিনি এই জন্য আরো বেশী আনন্দিত যে, জাতির জনকের জিনিসগুলো দেশে ফিরিয়ে আনা হচ্ছে এবং তা জাদুঘরে রেখে বর্তমান প্রজন্মকে দেখানো হবে৷ তিনি আরো মনে করেন গান্ধীর এই স্মৃতিবিজড়িত জিনিসগুলো নতুন দিল্লীর ‘‘গান্ধী জাতীয় জাদুঘর''-এ রাখা উচিত৷

নতুন দিল্লী থেকে ভারতীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আম্বিকা সোনি সাংবাদিকদের জানিয়েছেন, বিজয় মালিয়ার সঙ্গে তাদের যোগাযোগ ছিল৷ তবে ভারত সরকার নিলামটি জেতার জন্য কোন টাকা দিয়েছিল কিনা সেব্যাপারে তিনি পরিস্কার করে কিছু বলেননি৷তিনি শুধু জানিয়েছেন যে, ইউবি গ্রুপের প্রধান বিজয় মালিয়ার সাথে সরকার সম্পৃক্ত ছিল৷ ভারতীয় জনগণের দাবী অনুযায়ী ঐতিহ্যের স্মারক দেশে ফিরিয়ে এনে জাদুঘরে রাখার ব্যবস্থা করা হচ্ছে৷

Mahatma Gandhi - Auktion
এই নিলাম নিয়ে ভারতের জনগণের মধ্যে সৃষ্টি হয়েছিল ক্ষুদ্ধ প্রতিক্রিয়া৷ছবি: AP

বিজয় মালিয়ার পক্ষ থেকে নিলামে অংশগ্রহণ করেছিলেন টনি বেদী৷ তিনি বলেছেন, ‘‘এ জয় ভারতের৷ আমি নিশ্চিত যে গান্ধীর স্মারকগুলো ঘরে ফিরে আসবে জেনে সব ভারতীয়ই আনন্দিত হবে''৷

প্রসঙ্গত, গতকাল নিউইয়র্কের নিলামকারী প্রতিষ্ঠান অ্যান্টিকোরাম অকশন হাউস এই নিলামের আয়োজন করেছিল৷