1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে জামিন পেলেন অর্ণব

১২ নভেম্বর ২০২০

বুধবার বিকেলে জামিন পেয়েছেন সাংবাদিক অর্ণব গোস্বামী। গিয়েছেন রিপাবলিক টিভির দফতরেও।

https://p.dw.com/p/3lAlZ
ছবি: Getty Images/AFP/S. Jaiswal

সুপ্রিম কোর্টে জামিন মিলল রিপাবলিক টিভির প্রতিষ্ঠাতা সম্পাদক অর্ণব গোস্বামীর। ৫০ হাজার টাকার বন্ডে সাংবাদিকের জামিন মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে মামলাটি নিয়ে মহারাষ্ট্র সরকারকে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নও করেছেন দুই বিচারপতি।

নিম্ন আদালত অর্ণব গোস্বামীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। মুম্বই হাইকোর্টে সেই নির্দেশের বিরুদ্ধে আবেদন করেছিলেন অর্ণব। হাইকোর্ট জানিয়ে ছিল, নিম্ন আদালতের নির্দেশই বহাল থাকবে। প্রয়োজনে ফের নিম্ন আদালতে গিয়ে আপিল করতে পারেন অর্ণব। তা না করে, সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন অর্ণব। বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ অর্ণবের আবেদন মঞ্জুর করেন। ওই মামলায় অর্ণব সহ তিনজনকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। সকলকেই ৫০ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছেন দুই বিচারপতি।

জামিনে মুক্তি পেয়ে রিপাবলিক টিভিরদফতরে গিয়েছিলেন অর্ণব। সেখানে সহকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেছেন, মহারাষ্ট্র সরকারের সঙ্গে লড়াই আরো কঠিন হলো। কিন্তু এ লড়াই বহু দিন চলবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে সরাসরি আক্রমণ করেছেন অর্ণব।

রিপাবলিক টিভির সেট তৈরি করেছিলেন যে আর্কিটেক্ট, ২০১৮ সালে তিনি এবং তাঁর মা আত্মহত্যা করেন। সুইসাইড নোটে তিনি লেখেন, অর্ণব গোস্বামী টাকা না দেওয়ার জন্যই আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন তিনি। তাঁর মৃত্যুর জন্য দায়ী অর্ণব। পুলিশ মামলাটি ২০১৮ সালেই বন্ধ করে দেয়। আদালতকে জানানো হয়, যথেষ্ট প্রমাণ না থাকায় মামলা বন্ধ করা হচ্ছে। আত্মহত্যাকারীর মেয়ে এবং স্ত্রীর অভিযোগ, অর্ণব বিজেপি ঘনিষ্ঠ এবং প্রভাবশালী বলে পুলিশ মামলা বন্ধ করে দিয়েছিল।

সরকার বদলেছে। শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে এখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে গত কয়েক মাস ধরে তুমুল বিরোধ চলছে অর্ণবের। তারই মধ্যে পুলিশকে নতুন করে পুরনো মামলাটি খোলার নির্দেশ দেওয়া হয়। তারই জেরে গত বুধবার অর্ণবকে গ্রেফতার করা হয়।

বুধবার সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র সরকার এবং পুলিশকে একাধিক প্রশ্ন করেছে। কেন মামলাটি আগে বন্ধ করে দিয়েছিল পুলিশ? সুইসাইড নোটে কোনো ব্যক্তি মহারাষ্ট্র সরকারকে অভিযুক্ত করলে পুলিশ কি মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করবে? বস্তুত, মহারাষ্ট্র সরকারকে বিচারপতিরা বলেন, কোনো চ্যানেল সরকারের পছন্দ না-ই হতে পারে, কিন্তু তার জেরে কাউকে এ ভাবে গ্রেফতার করা উচিত নয়। দেশে এখনো গণতন্ত্র রয়েছে।

অর্ণব অবশ্য মামলাটি খারিজ করে দেওয়ার মামলা করেছিলেন। সুপ্রিম কোর্ট মামলা খারিজ করেনি।

এসজি/জিএইচ (পিটিআই)