1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপারেশন টেবিলে গান!

১৬ সেপ্টেম্বর ২০১৯

ইনজেকশন দেখেই যারা ভয় পান অপারেশনের কথা শুনলে তো তাদের চোখ ছানাবড়া হয়ে যায়৷ কিন্তু ভাবুন তো খোদ ডাক্তারদের ছুরি কাচির নীচে শুয়ে গান গাইছে এই শিশু৷

https://p.dw.com/p/3PfzK
Symbolbild | Tagträumen
ছবি: Colourbox/Maxxppp/AltoPress/S. Olson

হ্যা, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার সিউড়ি শহরের ছয় বছরের অনন্য চক্রবর্তী এমনই কাণ্ড ঘটিয়েছে৷ অপারেশন টেবিলে শুয়ে সাবলিলভাবে তার গাওয়া গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷

বাংলাএক্সপি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক মাস ধরে ফাইমোসিস রোগে ভুগছিল অনন্য৷ চিকিৎসকরা অস্ত্রোপচাররে পরামর্শ দিলে কয়েক দিন আগে তাকে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷

‘‘নির্দিষ্ট সময় শুরু হয় অপারেশন৷ অপারেশন শুরু করে এক চিকিৎসক শিশুটিকে বলেন, গান জানো? এরপর শিশুটি বলে, যখন স্টার্ট বলবে তখনই বলব৷ এরপর একজন চিকিৎসক বলেন, হ্যা স্টার্ট৷

‘টিপটিপ টুপটাপ বৃষ্টি, সেই থেকে পরছে তো পরছে৷ টিপটিপ টুপটাপ বৃষ্টি, সেই থেকে পরছে তো পরছে৷ চুপচাপ ঘরে বসে থাকতে মনটা কেমন যেন করছে, মনটা কেমন যেন করেছ...', কয়েক মিনিট ধরে পুরো গানটি গেয়ে শোনায় অন্যন্য, অন্যদিকে চলে অপারেশন৷

বাংলাএক্সপি ডটকম লিখেছ, প্রথম গানটি গাওয়া শেষ হলে চিকিৎসকরা জানতে চান আর কোন গান সে জানে কি না৷ এরপর স্কুলের শিশু মন্দিরে প্রতিদিন যে গানে মাতৃবন্দনা করানো হয়, সেই গান গেয়ে শোনায় অনন্য৷

এসআই/কেএম (বাংলাএক্সপি ডটকম)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য