অন্বেষণ কুইজের এবারের বিজয়ী | পাঠক ভাবনা | DW | 03.02.2020
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অন্বেষণ কুইজের এবারের বিজয়ী

প্রতিবছর বড়দিনের আগে নেদারল্যান্ডসের একটি ছোট্ট শহর চার্লস ডিকেন্সের স্মরণে যেন উৎসবে মাতে৷ শহরটির নাম কী? সঠিক উত্তরঃ- ডেহভেনটা৷

প্রতিবারের মতো এবারও উত্তর দিয়েছেন অনেকে৷  তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে বেছে নেয়া হয়েছে৷

এবার বিজয়ী হয়েছেন মোঃ তারিফ হাসান, মাগুড়া ফুলের ঘাট, কিশোরগঞ্জ, নীলফামারী৷ প্রিয় তারিফ আপনাকে অভিনন্দন৷ পুরস্কার আপনার ঠিকানায় পৌঁছে যাবে৷

কুইজ প্রতিযোগিতায় যাঁরা অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷ আর বন্ধুদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন, ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবং ওয়েবসাইটের কথা৷ অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ আর ইংরেজিতে #Onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷

সবার প্রতি আরেকটি অনুরোধ, কুইজের উত্তরের সঙ্গে পুরো ঠিকানাটাও দেবেন, সঠিক ঠিকানা না পেলে তো পুরস্কার পাঠানো সম্ভব নয়৷

ডয়চে ভেলের সকল বন্ধুর জন্য রইলো আমাদের অনেক শুভেচ্ছা৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ

 

নির্বাচিত প্রতিবেদন