অন্বেষণ-কুইজে যোগ দিতে পারেন মোবাইলেও | পাঠক ভাবনা | DW | 30.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অন্বেষণ-কুইজে যোগ দিতে পারেন মোবাইলেও

ডয়চে ভেলে বাংলা তাদের ফেসবুক পাতায় যে অন্বেষণ-কুইজ দিয়েছে, তাতে কি মোবাইল ফোনের মাধ্যমেও অংশগ্রহণ করা সম্ভব? প্রশ্নটা করেছেন অমিত বসু, জননী রেডিও লিসেনার্স ক্লাব, ঘোষনগর, গোনালী নলতা, তালা, সাতক্ষীরা-৯৪২০, বাংলাদেশ থেকে৷

বন্ধু অমিত আরো লিখেছিলেন, ‘অধিকাংশ শ্রোতা মোবাইল ফোন থেকেই ফেসবুক ইউজ করেন৷ তাই অনুরোধ মোবাইল

থেকে অংশগ্রহণের ব্যবস্থা করলে খুব ভালো হয়৷

- উত্তরে বলি, সে ব্যবস্থা আমরা ইতিমধ্যেই করেছি৷ আর এর জন্য একটি বিশেষ ঠিকানাও তৈরি হয়েছে: s.fanactivator.com/onneshon

তাই এই ঠিকানায় ক্লিক করলেই আপনারা ডয়চে ভেলে বাংলার বিশেষ অন্বেষণ-কুইজে অংশগ্রহণ করতে পারবেন, আপনাদের মুঠোফোন থেকেই!

এবার একটি কবিতা৷ লিখেছেন ডা. এস এম এ হান্নান, পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর থানা, চাটমোহর জেলা, পাবনা,

বাংলাদেশ থেকে৷ নিজেরাই পড়ে জানান কেমন হয়েছে!

গ্রীষ্মের আমেজে

শরীরটা ঘামে যে

কী করি ও বাবারে

বৈশাখের ধাবাড়ে

টিন চালা ভাঙে

ঢেউ ওঠে গাঙে

টর্নেডো নদীতে

বসা দায় গদিতে

বৈশাখের মেলাতে

নানা রূপ খেলাতে

ছটফট মন যে

গাঁও গ্রাম গঞ্জে

সাজে নানা রঙে

এ সোনার বঙ্গ

সুখ দুঃখ জড়ানো

আনন্দ ছড়ানো৷৷

সংকলন: দেবারতি গুহ

সম্পাদনা: জাহিদুল হক