অন্বেষণ কুইজে এবারের বিজয়ী | পাঠক ভাবনা | DW | 26.04.2021
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অন্বেষণ কুইজে এবারের বিজয়ী

বাইডেনের মোমের মূর্তি যিনি তৈরি করছেন তার পুরো নাম কি ? এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিলো গত সপ্তাহের অন্বেষণ কুইজে৷

সঠিক উত্তরঃ বাইডেনের মোমের মূর্তি যিনি তৈরি করছেন তার পুরো নাম জেট্রো ক্র্যাব৷


সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবারের বিজয়ী, উর্মি বিশ্বাস, প্রযত্নে বিবেক ঘোষ,ঘোষের বাজার, চান্দইর, গড়পাড়া, মানিকগঞ্জ ১৮০২ঢাকা, বাংলাদেশ থেকে৷

প্রিয় উর্মি, আপনাকে অভিনন্দন! পুরস্কার আপনার ঠিকানায় পৌঁছে যাবে৷ তবে একটু সময় লাগতে পারে৷ তাই ধৈর্য ধরার অনুরোধ রইলো৷ কুইজে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷ আর সবার কাছে আমাদের অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন, ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবং ওয়েবসাইটের কথা৷ অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ আর ইংরেজিতে #Onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷ সবার প্রতি অনুরোধ, কুইজের উত্তরের সঙ্গে পুরো ঠিকানাটাও দেবেন৷

সকল বন্ধুর জন্য রইলো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা৷


ডয়চে ভেলে বাংলা বিভাগ

বাইডেনের মোমের মূর্তি

নির্বাচিত প্রতিবেদন