1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্বেষণ কুইজে এবারের বিজয়ী হলেন

১৪ মার্চ ২০২২

সোভিয়েত ইউনিয়নে তৈরি বিশাল উভচর যানের খসড়া তৈরি হয় কবে? এখন সেটি কোথায় রয়েছে? বর্তমানে যানটির দেখাশোনার দায়িত্ব কার? এই প্রশ্নই ছিল গত সপ্তাহের অন্বেষণ কুইজে৷

https://p.dw.com/p/48RbP
Symbolbild Geschenk
ছবি: picture-alliance/PhotoAlto/F. Cirou

সঠিক উত্তর: প্রথম সেই উড়ন্ত জলযানের খসড়া তৈরি হয়েছিল ১৯৬০-এর দশকে৷ সেটি এখন ডেরবেন্ট শহরে আছে৷ কপাসিয়ান সাগরের তীরে মিলিটারি পার্কে পর্যটকদের জন্য রাখা আছে৷ সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবারের বিজয়ী হলেন, সুনীল হাওলাদার, ৮২, সতিন সেন নগর, নিউ বারাকপুর, কলকাতা-৭০০১৩১, পশ্চিম বঙ্গ, ভারত৷  

প্রিয় সুনীল, আপনাকে অভিনন্দন! পুরস্কার আপনার হাতে পৌঁছে যাবে তবে একটু সময় লাগতে পারে  তাই ধৈর্য ধরার অনুরোধ রইলো৷ অন্বেষণ কুইজে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ৷ আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের কথা৷ অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় # অন্বেষণ আর ইংরেজিতে Onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷ সবার প্রতি অনুরোধ, কুইজের উত্তরের সঙ্গে পুরো ঠিকানা দেবেন৷

সবার জন্য রইলো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ