1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্তত স্বাস্থ্যবিধিটা মেনে চলুন: প্রধানমন্ত্রী

১৪ জুন ২০২০

রোববার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা খুব সাংঘাতিক একটি সংক্রামক ব্যাধি৷ তাই সংক্রমণ থেকে বাঁচতে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন৷

https://p.dw.com/p/3dk6B
Die Premierministerin von Bangladesch Minister Sheikh Hasina
ছবি: Reuters/A. Alfiky

সংসদ নেতা বলেন, ‘‘আমরা চেষ্টা করে যাচ্ছি জনগণকে বোঝাতে যে, আপনারা অন্তত একটু স্বাস্থ্যবিধিটা মেনে চলেন৷ কারণ, এটা খুব সাংঘাতিক একটা সংক্রামক ব্যাধি৷ কাজেই, সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করেন৷’’

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার করোনা ভাইরাসের বিস্তার রোধে উচ্চহারে সংক্রমিত এলাকাগুলো লকডাউন করবে৷ তবে করোনার ভয়ে মানুষ যেন না খেয়ে না থাকেন, তাই অর্থনীতির চাকা সচল রাখা হবে বলেও জানান তিনি৷ 

‘‘এটা তো বাস্তবতা, করোনার ভয়ে তো আমরা মানুষকে না খাইয়ে মারতে পারি না৷ তাদের বেঁচে থাকার ব্যবস্থাটা আমাদের নিতে হবে,’’ বলেন সরকার প্রধান৷ 

সংসদে শোক

করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে শনিবার মারা গেছেন সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম৷ একইদিন রাতে মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী শোখ মো. আব্দুল্লাহ৷ মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তারও করোনা সংক্রমণ শনাক্ত হয়৷ এই দুইজনের মৃত্যুতে রোববার জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেন, ‘‘একই দিনে পরপর দুজনের মৃত্যু খুবই কষ্টকর৷ আমাদের এই সংসদে বারবার শোক প্রস্তাব আনতে হচ্ছে৷’’

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘‘আমি দেশে ফেরার পর রাজনীতি করার মত ছিল না। পদে পদে আমাকে বাধার সম্মুখীন হতে হয়েছে৷ এ সময় যে দুজনকে আমি সব সময় পাশে পেয়েছি, একই দিনে তাদের হারালাম৷’’

বিধি অনুযায়ী, এরপর সংসদ মুলতবি ঘোষণা করা হয়৷ 

এফএস/জেডএ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান