1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনেক দিন পর হরতাল!

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৭ জুলাই ২০১৯

বাংলাদেশে অনেক দিন পর রবিবার আধাবেলার হরতাল কর্মসূচি পালিত হলো৷ তবে এই হরতালে যান চলাচলে তেমন ব্যাঘাত ঘটেনি৷ অফিস আদালত চলেছে ঠিকমত৷ তারপরও এই হরতালকে যৌক্তিক মনে করছেন অনেকে৷

https://p.dw.com/p/3Lhsk
Bangladesch Missachtung von Verkehrsregeln
ছবি: bdnews24.com

গ্যাসের দাম বৃদ্ধি ও ‘গনদুর্ভোগ' বাজেটের প্রতিবাদে এবং সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট এই হরতাল ডেকেছে৷ ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পালিত  হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷

ঢাকায় দু'একজনকে আটক করে পরে ছেড়ে দেয়া হয়৷ আর হরতাল চলাকালে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীদের কর্মসূচি পালন করতে দেখা গেছে পল্টন ও শাহবাগ এলাকায়৷ তবে ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশ ছিলো অনেক৷ তারা জলকামানও নামিয়েছেন৷
বাম গণতান্ত্রিক জোট দাবি করেছে, খুলনাসহ কয়েকটি এলাকায় হরতালের মিছিলে পুলিশ হামলা চালিয়ে বাধা দিয়েছে৷
১ জুলাই থেকে বাংলাদেশে গ্যাসের দাম আরো এক দফা বাড়ানোর সিদ্ধান্ত হয়৷ গৃহস্থালির রান্নার কাজে দুই চুলার গ্যাসের দাম মাসে ৮০০ টাকা থেকে ৯৭৫ টাকা আর এক চুলার ৭৫০ টাকা থেকে ৯২৫ টাকা নির্ধারণ করা হয়৷
সিএনজি গ্যাসের দাম বাড়িয়ে প্রতি ঘনমিটার ৪৩টাকা করা হয়৷ সব খাত মিলিয়ে গড়ে গ্যাসের দাম বাড়ে ৩২.০৮ শতাংশ৷
এর আগে সর্বশেষ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে গ্যাসের দাম গড়ে ২২ দশমিক ৭০ শতাংশ বাড়ানো হয়৷
ঢাকার জিগাতলার গৃহিনী ফাহমিদা আক্তার বলেন, ‘‘সরকার রান্নার গ্যাসের দাম বাড়ানোয় আমাদের ওপর বাড়তি চাপ পড়ছে৷ এ কারণে আরো অনেক কিছুর দাম বাড়বে৷ আর আমরা শুনেছি ভারতে রান্নার গ্যাসের দাম কমেছে৷ বিশ্ব বাজারেও কমেছে৷ আমাদের এখানে বাড়বে কেন? তাই আমি মনে করি এই হরতাল যৌক্তিক৷''

এই হরতালে মানুষের সমর্থন আছে: সাকি

একই বক্তব্য বেসরকারি চাকুরে হাসান সাবিরের৷ তিনি বলেন, ‘‘এই হরতালটি সাধারণ মানুষের জন্য ডাকা হয়েছে৷''
সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক সাধারণ ফেসবুক ব্যবহারকারীকে হরতালের সমর্থনে পোস্ট দিতে দেখা গেছে৷ কেউ এটাকে যৌক্তিক হরতাল, কেউ এটাকে জনগণের দাবি আদায়ের হরতাল বলেছেন৷
বাম গণতান্ত্রিক জোটের গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বলেন, ‘‘হরতাল নানা কারণে আকর্ষণ হারিয়েছে৷ এর একটা ভয়ঙ্কর দিকও আছে৷ আমরা মনে করি সবাই রাস্তায় নেমে পড়লে হরতাল হবে৷ তাই জনসম্পৃক্ত বিষয়ে হরতাল ডাকলে এবং তা পালনের জন্য নতুন কৌশল ও প্রচার চালালে তা সফল হবে৷''
তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘সরকারের লুটপাটকে সামাল দেয়ার জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে৷ আর গ্যাসের দাম বাড়ানোর মূল উদ্দেশ্য হলো ভারত থেকে এলএনজি আমদানি করা৷ ফলে এই হরতালে মানুষের সমর্থন আছে৷ মাঠে নামা না নামা ভিন্ন কথা৷''
এই হরতালে বিএনপি সমর্থন দিয়েছে৷ দলটি ২০১৫ সালের পর আর কোনো হরতাল কর্মসূচি দেয়নি৷ ২০১৬ সালে সর্বশেষ জামায়াত হরতাল কর্মসূচি পালন করে যুদ্ধাপরাধীদের ফাঁসির দন্ড কার্যকরের প্রতিবাদে৷

কৌশলগত কারণে কয়েকবছর হরতাল করছিনা: দুদু

বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘‘হরতাল গণতান্ত্রিক অধিকার৷ গ্যাসের দাম বাড়িয়ে সরকার সাধারণ মানুষকে আরো কষ্টের মধ্যে ফেলে দিয়েছে৷ তাই আমরা হরতাল সমর্থন করেছি৷''

তিনি আরো বলেন, ‘‘আমরা কৌশলগত কারণে কয়েকবছর হারতাল করছিনা৷ তবে হরতাল করার সময় এসে গেছে৷''
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘‘হরতাল আর গণতান্ত্রিক আন্দোলনের কার্যকর হাতিয়ার নয়৷ হরতালে মরিচা ধরে গেছে৷''
রবিবার আধাবেলা হরতাল পালনের পর বাম গণতান্ত্রিক জোট আগামী ১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে৷
এদিকে, গত ১ জুলাই গ্যাসের দাম বাড়ানো স্থগিত চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করেছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)৷ আবেদনের ওপর শুনানির জন্য আগামী ৯ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য