1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ

২৯ ডিসেম্বর ২০২১

করোনার কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ বাতিল। ভালো রানরেটের জন্য গ্রুপ সেরা বাংলাদেশ। সেমিফাইনালে প্রতিপক্ষ ভারত।

https://p.dw.com/p/44wXZ
২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত-বংলাদেশ ম্য়াচের ছবি। ছবি: Michele Spatari/AFP/Getty Images

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের গ্রুপ সেরা কে হবে তার জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ চলছিল। বাংলাদেশ ৩২ দশমিক চার ওভার ব্যাটও করে ফেলে। তখন জানা যায় ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা দুইজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেয়া হয়। বাংলাদেশ রান রেটে এগিয়ে বলে তারা এক নম্বর দল হয়ে সেমিফাইনালে ওঠে। তাদের খেলতে হবে ভারতের বিরুদ্ধে। এই ম্যাচ হবে শারজায়। পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার সঙ্গে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল একটি বিবৃতিতে বলেছে, ম্যাচের সঙ্গে জড়িত সকলের করোনা পরীক্ষা হবে। ফলাফল যতক্ষণ না আসছে, ততক্ষণ তারা নিভৃতবাসে থাকবেন।

ভারতই সবচেয়ে বেশিবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জিতেছে। তারা ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮-তে এশিয়া কাপ জিতেছে।

জিএইচ/এসজি(আনন্দবাজার)