1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনুব্রতকে অবিলম্বে জেরা করতে চায় সিবিআই

৮ আগস্ট ২০২২

অনুব্রত মণ্ডলকে জেরার জন্য ডেকেছিল সিবিআই। অসুস্থ বলে তিনি আসতে পারবেন না বলে জানিয়েছেন। সিবিআই বলেছে, হাসপাতাল হয়ে তাকে আসতেই হবে।

https://p.dw.com/p/4FEu7
অনুব্রত মণ্ডল
ছবি: Subrata Goswami

সোমবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জেরা করতে বদ্ধপরিকর সিবিআই। কিন্তু সিবিআই নোটিসের জবাবে অনুব্রতের আইনজীবী জানিয়েছেন, সোমবার চিকিৎসার জন্য অনুব্রত এসএসকেএমে যাবেন। অসুস্থ বলেই তিনি সিবিআই অফিসে যেতে পারবেন না। সম্প্রতি হাইকোর্টের বিচারপতি বলেছেন, এসএসকেএম হলো প্রভাবশালীদের আশ্রয়স্থল।

কিন্তু সিবিআই অনুব্রতকে জানিয়ে দিয়েছে, হাসপাতালে চিকিৎসার পর তিনি যেন অবশ্যই আসেন। অনুব্রতের দেহরক্ষী সায়গল হোসেনকে গরুপাচারকাণ্ডে জেরা করেছে সিবিআই। এবার সেই সূত্র ধরে তারা অনুব্রতকে জেরা করতে চায়।

সোমবারই অনুব্রতকে জেরা করতে চায় সিবিআই। কারণ, সায়গলকে গ্রেপ্তারের ৬০ দিন পূর্ণ হচ্ছে সোমবার। ফলে সিবিআইকে আদালতে চার্জশিট দিতে হবে। সেজন্যই তার আগে অনুব্রতকে জেরা করা জরুরি বলে তাদের মত। গরুপাচার নিয়ে বেশ কিছু তথ্য জোগাড় করেছে সিবিআই। এখন অনুব্রতকে জেরা করে তারা দেখতে চায়, এই বিষয়ে তৃণমূল নেতার যোগ আছে কি না। সূত্র জানাচ্ছে, জেরার পর তাই অনুব্রতকে গ্রেপ্তারের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

মঙ্গলবার মহরম বলে আদালত বন্ধ। সিবিআই চার্জশিট জমা দেয়ার জন্য বাড়তি সময় চেয়েছে। বুধবার তাদের চার্জশিট জমা দিতে হবে। তার আগে অনুব্রতকে জেরা করার জন্য তারা মরিয়া।

জিএইচ/এসজি (পিটিআই, আনন্দবাজার)