1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনিদ্রার দাওয়াই স্বমেহন

৩০ জুলাই ২০১৯

সারারাত এদিক সেদিক করে কাটছে৷ তবুও ঘুমের দেখা নেই৷ এটা সেটা করেও বাগে আনা যাচ্ছে না ঘুমকে৷ এমন সংকটে যাঁরা, তাঁদের জন্য দাওয়াই দিয়েছে জার্মানির এক ইন্স্যুরেন্স কোম্পানি৷ প্রতিষ্ঠানটি বলছে স্বমেহনে মিলবে মুক্তি৷

https://p.dw.com/p/3MxAs
Symbolbild Wasserglas und medikamente
ছবি: picture alliance/chromorange/Media for Medical

সম্প্রতি নিজেদের ফেসবুকে পেজে একটি বিজ্ঞাপন দিয়েছে জার্মান স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান বারমের ক্রানকেনকাসে৷ বিজ্ঞাপনে ব্যবহার করা ছবিতে দেখা যাচ্ছে, এক নারীর হাতে ধরে রাখা একটি সেক্সটয়৷ আর জার্মান ভাষায় লেখা ক্যাপশনের আভিধানিক অর্থ দাঁড়ায়, ‘স্পন্দনশীল রাতের জন্য৷'

বারমের ক্রানকেরকাসে বলছে, ঘুমুতে সাহায্য করে স্বমেহন৷ যাঁরা ঘুম নিয়ে যন্ত্রণায় আছে, তাঁদেরকে স্বমেহনের পরামর্শও দিয়েছে স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠানটি৷ বলছে, প্রয়োজন হলে সঙ্গে নিতে পারেন একটি সেক্সটয়৷

বৃহস্পতিবার বিজ্ঞাপনটি পোস্ট করা হলে নেটিজেনদের কাছে ব্যাপক আলোচিত হয়৷ হাজারো লাইকের পাশাপাশি কমেন্টের ঘরও সরগরম৷ পাঁচ হাজারের বেশি মন্তব্য করেছেন নেটিজেনরা৷ বেশিরভাগই বিমা প্রতিষ্ঠানটির পরামর্শকে ইতিবাচক হিসেবেই দেখছেন৷ আবার কেউ কেউ মজাও করছেন, মজাদার কমেন্টও লিখছেন, আবার কেউ বলছেন বিজ্ঞাপনটি ‘ভেরি কুল' বা কেতাদুরস্ত৷

প্রতিষ্ঠানটির মুখপাত্র ডানিয়েল ফ্রয়েডেনরাইশ স্বীকার করেছেন, বিজ্ঞাপনটি তারাই দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, ‘‘কিছু কিছু বিষয় আছে, যার সঙ্গে অসংখ্য মানুষের সম্পৃক্ততা থাকে৷ কিন্তু বেশিরভাগই সময় তা আড়ালে রাখা হয়৷'' তাই এক পলকে, এমন একটা ট্যাবুর দিকে আলো ফেলতে চেয়েছে প্রতিষ্ঠানটি, বললেন ফ্রয়েডেনরাইশ৷

হাজারো কমেন্টের ভিড়ে দেখা গেছে, কোন ধরণের সেক্সটয় কেনা উচিত তা নিয়ে খুব আগ্রহী মানুষ৷ কিন্তু প্রতিষ্ঠানটি বলছে, তাঁরা একটি স্বাস্থ্য টিপস দিয়েছে৷ কে কোন ধরনের পণ্য কিনবে-তা যাঁর যাঁর ইচ্ছের ওপর নির্ভর করবে৷

জার্মানিতে বারমের ক্রানকেনকাসের ভোক্তার সংখ্যা ৯২ লক্ষাধিক৷ বলা হয়, টেকনিকের ক্রানকেনকাসের পর বারমের-ই জার্মানির দ্বিতীয় বৃহৎ স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান৷

(দ্য লোকাল)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য