1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অড্রে হেপবার্নকে নিয়ে ডাকটিকেটের মূল্য চার লাখ ইউরো!

১৭ অক্টোবর ২০১০

অড্রে হেপবার্নের কথা মনে আছে? বিখ্যাত রোমান হলিডে ছবির সেই মিষ্টি নায়িকাটি যিনি প্রিন্সেস অ্যান চরিত্রে অভিনয় করেছিলেন৷

https://p.dw.com/p/Pfvs
AUDREY HEPBURN in 'My Fair Lady'
মাই ফেয়ার লেডি ছবিতে অড্রে হেপবার্নছবি: picture-alliance / united archives

শুধু হলিউড নয়, গোটা বিশ্বের কোটি কোটি দর্শকের হৃদয় কেড়ে নিয়েছিলেন অড্রে হেপবার্ন তাঁর রূপ এবং গুণ দিয়ে৷ দুর্দান্ত অভিনয় দিয়ে যেমন হলিউড মাত করে দিয়েছিলেন, পাশাপাশি বিশ্বের অন্যতম ফ্যাশন আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বেলজিয়ামে জন্ম নেওয়া এই প্রয়াত মহান অভিনেত্রী৷ যেমন ছিল তাঁর সরলতায় ভরা মায়াভরা মুখ, তেমনি ছিলো মমতায় ভরা একটি সুন্দর মন৷ তাইতো শরীরে ক্যান্সার নিয়েও তিনি ছুটে বেড়িয়েছিলেন আফ্রিকার বিভিন্ন জনপদে৷ পরম মমতায় কোলে তুলে নিয়েছিলেন অনাথ ও আশ্রয়হীন শিশুদের৷

Audrey Hepburn und Gregory Peck
রোমান হলিডে ছবিতে গ্রেগরি পেকের সঙ্গে হেপবার্নছবি: Ap

তাঁর অভিনীত ১৯৬১ সালের ব্রেকফাস্ট অ্যাট টিফানি'স ছবির স্মরণে ২০০১ সালে বেশ কিছু ডাকটিকিট ছাপিয়েছিল জার্মানির ডাক বিভাগ৷ কিন্তু এই ডাকটিকিটে হেপবার্নের যে ছবি ব্যবহার করা হয়েছে তার অনুমতি ছিল না৷ তাই সেসব ডাকটিকিট নষ্ট করে ফেলা ছাড়া আর কোন উপায় ছিল না৷ কিন্তু সেগুলো থেকে বেঁচে গিয়েছিল গুটি কয়েক ডাকটিকিট৷ শনিবার বার্লিনে সেই ডাকটিকিটের ১০টি নিলামে তোলা হয়৷ এবং সেগুলো বিক্রি হয়েছে চার লাখ ৩০ হাজার ইউরো দামে৷ অর্থাৎ প্রতিটি ডাকটিকিটের দাম পড়ছে ৪৩ হাজার ইউরো! এর আগে গত বছর হেপবার্নের স্মরণে একটি ডাকটিকিট বিক্রি হয়েছিল ৬৭ হাজার ইউরোতে! জানা গেছে, নিলাম থেকে পাওয়া এই অর্থ যাবে হেপবার্নের স্মরণে গড়া শিশুদের কল্যাণ তহবিলে এবং আফ্রিকায় ইউনিসেফের স্কুলগুলোতে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী